Volcanic Eruption: ৬০০ বছর পর জেগে উঠল আগ্নেয়গিরি ! ভয়ঙ্কর অগ্ন্যুৎপাত শুরু- বিমান চলাচলে বড় ঝুঁকি
Krasheninnikov Volcano: রাশিয়ার কামচাটকার এই আগ্নেয়গিরি জেগে উঠল। বুধবার যে তীব্র মাত্রার ভূমিকম্প দেখা গিয়েছিল রাশিয়ায় এর সঙ্গে এই অগ্ন্যুৎপাতের সম্পর্ক থাকতে পারে।

কামচাটকা: রবিবার কামচাটকার স্থানীয় সংবাদসংস্থা এবং বিজ্ঞানীরা জানিয়েছেন যে আকস্মিক অগ্ন্যুৎপাত শুরু হয়েছে ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরিতে। ৬০০ বছরের মধ্যে এই প্রথমবার রাশিয়ার কামচাটকার এই আগ্নেয়গিরি জেগে উঠল। অনেকেই মনে করছেন যে কিছুদিন আগেই রাশিয়ায় যে তীব্র ভূকম্পন দেখা দিয়েছিল তার জেরেই এই আগ্নেয়গিরি জেগে উঠেছে। আরআইএ সংবাদসংস্থায় কামচাটকা ভলকানিক ইরাপশন রেসপন্স টিমের প্রধান ওলগা গিরনা জানিয়েছেন যে ৬০০ বছরের মধ্যে এই প্রথমবার কামচাটকার ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত লক্ষ্য করা গিয়েছে যা এক কথায় ঐতিহাসিক ঘটনা।
তিনি আরও বলেন যে বুধবার যে তীব্র মাত্রার ভূমিকম্প দেখা গিয়েছিল রাশিয়ায় এর সঙ্গে এই অগ্ন্যুৎপাতের সম্পর্ক থাকতে পারে যা ফরাসি পলিনেশিয়া এবং চিলি পর্যন্ত সুনামি সতর্কতা জারি করেছিল। তারপরে কামচাটকা উপদ্বীপের সবথেকে সক্রিয় আগ্নেয়গিরি ক্লুচেভস্কয়ের অগ্ন্যুৎপাত ঘটে। ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির টেলিগ্রাম চ্যানেলে ওলগা গিরিনা জানিয়েছেন যে ক্রাশেনিনিকভের শেষ লাভা নিঃসরণ হয়েছিল ১৪৬৩ সালে আনুমানিক (এই সময় থেকে ৪০ বছর কম-বেশি হতে পারে)। এরপর থেকে কোনও অগ্ন্যুৎপাতের খবর পাওয়া যায়নি।
WATCH: Incredible footage of the FIRST RECORDED ERUPTION of Krasheninnikov volcano in Kamchatka, Russia.
— Volcaholic 🌋 (@volcaholic1) August 3, 2025
It wouldn't be a surprise to me if it was triggered by the megathrust M8.8 earthquake a few days ago.
Krasheninnikov volcano began its FIRST RECORDED eruption at 16:50 UTC… pic.twitter.com/FpUKRo9dLG
রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের কামচাটকা শাখা জানিয়েছে যে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পরে ৬০০০ মিটার (৩.৭ মাইল) পর্যন্ত ছাই ও ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়েছে। আগ্নেয়গিরিটি নিজেই ১৮৫৬ মিটার উচ্চতায় অবস্থিত। টেলিগ্রামে মন্ত্রণালয় জানিয়েছে এই ব্যাপক ছাই ও ধোঁয়ার মেঘ পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরের দিকে ভেসে গিয়েছে। এই পথে সেভাবে কোনও জনবসতিপূর্ণ এলাকা নেই। এই অগ্ন্যুৎপাতের কারণে কমলা রঙের বিমান চলাচলের কোড নির্ধারিত করা হয়েছে যা বিমান চলাচলে ব্যাপক ঝুঁকি নির্দেশ করে।
এর আগে রাশিয়ার আরেকটি আগ্নেয়গিরি জেগে উঠেছিল ভূমিকম্পের জেরে। ক্লুচেভস্কয় আগ্নেয়গিরির গা বেয়ে জ্বলন্ত লাভা গড়িয়ে পড়ার ছবি তুলে ধরেছিল রাশিয়ার জিওফিজিক্যাল সার্ভে। প্রবল অগ্ন্যুৎপাতের কারণে বড়সড় বিস্ফোরণের আশঙ্কাও করা হয়েছিল, তবে এমন কিছু ঘটেনি আর।এই ক্লুচেভস্কয় আগ্নেয়গিরিই নাকি রাশিয়ার সবচেয়ে উঁচু আগ্নেয়গিরি। আগ্নেয়গিরির মাথায় প্রায় ১৫ হাজার ফুট উঁচুতে দেখা গিয়েছিল কমলা রঙের উজ্জ্বল আভা। এবার আরেকটি সুপ্ত আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে।






















