Kunal Kamra: কুণাল কামরাকে ‘বয়কট’ করল BookMyShow, টিকিট বিক্রি বন্ধ, শিল্পীদের তালিকা থেকেও বাদ দেওয়া হল
Kunal Kamra Stand Up:

মুম্বই: কৌতুকশিল্পী কুণাল কামরাকে এবার 'বয়কট' করল অনলাইন টিকিট বুকিং সংস্থা BookMyShow. কুণাল সংক্রান্ত যাবতীয় কনটেন্ট নিজেদের প্ল্যাটফর্ন থেকে সরিয়ে দিল তারা। পাশাপাশি, তালিকাভুক্ত শিল্পীদের মধ্যেও আর রাখা হল না কুণালকে। এতদিন Book My Show-র ওয়েবসাইটে গিয়ে কুণালের শো-র টিকিট বুক করতেন অনুরাগীরা। Book My Show-র সিদ্ধান্তে সেই রাস্তা বন্ধ হয়ে গেল। (Kunal Kamra)
কুণালকে তাদের প্ল্যাটফর্মে জায়গা দেওয়া যাবে না বলে একদিন আগে BookMyShow-কে চিঠি দেয় শিবসেনা (একনাথ শিন্ডে)-র যুবনেতা রাহুল এন কানাল। এত কিছুর পর BookMyShow যেন কুণালের শো-র টিকিট বিক্রি না করে, দাবি জানান তিনি। পাশাপাশি, হুঁশিয়ারির সুরে রাহুল লেখেন, 'ওর (কুণালের) শো-র টিকিট বিক্রি অব্যাহত থাকলে আমরা বুঝব, ওর বিভেদমূলক মন্তব্যকে সমর্থন করা হচ্ছে, যা মানুষের আবেগ এবং শহরের আইনশৃঙ্খলার উপর প্রভাব ফেলতে পারে'। (BookMyShow)
চিঠিতে রাহুল আরও লেখেন, 'ওই ধরনের মন্তব্যে শুধুমাত্র মানুষের আবেগই আহত হয় না, সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, সামাজিক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। ওকে ওই ধরনের মন্তব্য করতে প্ল্যাটফর্ম জোগানোর অর্থ ওই ব্যক্তিকে বিশ্বাসযোগ্য করে তোলা এবং মানুষকে তার কাছে পৌঁছতে সাহায্য় করা। ওর কর্মকাণ্ড মুম্বইয়ের মতো প্রাণবন্ত ও বৈচিত্রময় শহরের আইনশৃঙ্খলার জন্য ঝুঁকিপূর্ণ। আপনাদের সদর দফতরও এই শহরেই অবস্থিত'।
The Maharashtra state government must stop intimidating comedian Kunal Kamra and also members of the audience of his stand-up show. Exercising the right to freedom of expression without fear or unlawful interference is central to living in an open and fair society. #kunalkamra pic.twitter.com/GW55p7RE3v
— Amnesty India (@AIIndia) April 5, 2025
সম্প্রতি যেভাবে Habitat-এ ভাঙচুর চালায় শিবসেনা (একনাথ শিন্ডে), তাতে BookMyShow-কে লেখা রাহুলের চিঠিটি আসলে হুমকি চিঠি বলেই দাবি করেন কেউ কেউ। এর পরই কুণালকে নিজেদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিল BookMyShow. তাদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাহুল। মঙ্গলবার মুম্বই পুলিশও তৃতীয় বারের জন্য কুণালকে সমন পাঠায়। একনাথ শিন্ডের উদ্দেশে তাঁর কটাক্ষে 'বিশ্বাসঘাতক' শব্দটি ছিল বলে যে এফআইআর দায়ের হয়, সেই প্রেক্ষিতেই সমন পাঠায় পুলিশ।
সম্প্রতি নিজের একটি শো-র একটি ভিডিও ইউটিউবে শেয়ার করেন কুণাল। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তাতে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেন তিনি। কিন্তু সেই ভিডিও মনঃপুত হয়নি অনেকেরই। কুণালের কিছু মন্তব্যে তীব্র আপত্তি জানায় একনাথ শিন্ডের শিবসেনা। উদ্ধব ঠাকরের সরকার ফেলে দিয়ে যেভাবে বিজেপি-তে যোগ দেন তিনি, উদ্ধবের বাবা বালাসাহেব ঠাকরের দলের উপর নিজের মালিকানা প্রতিষ্ঠা করেন, কুণাল সেই নিয়ে তাঁকে কটাক্ষ করেছেন বলেই দাবি করে একনাথের শিবসেনা। অনুষ্ঠান চলাকালীন কুণাল যদিও একনাথের নাম উল্লেখ করেননি। সেই নিয়ে অনুষ্ঠানস্থলে ভাঙচুর চালানো থেকে খুনের হুমকি, এফআইআর দায়ের, কিছুই বাদ যায়নি। অনুষ্ঠানে উপস্থিত হওয়া দর্শকদেরও পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় বলে দাবি সামনে আসে। এবার কুণালের রুটি-রোজগারের রাস্তাই কার্যত বন্ধ করে দেওয়া হল বলে মনে করছেন তাঁর অনুগামীরা।
যদিও কুণালকে হুমকি দেওয়া, অনুষ্ঠানস্থলে ভাঙচুর চালানো নেপথ্যে যতটা না কুণালের উপর রাগ, তার চেয়েও অনেক বেশি নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার্থে শিবসেনা (একনাথ শিন্ডে) মরিয়া বলেও দাবি উঠছে। যে একনাথ শিন্ডে উদ্ধব ঠাকরের হাত ছেড়ে এসে, বিজেপি-র হাত ধরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এই মুহূর্তে তিনি রাজ্যের উপমুখ্যমন্ত্রী। রাজ্যে দেবেন্দ্র ফড়ণবীসের সরকারে এই মুহূর্তে তিনি কোণঠাসা বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এই আবহে কুণালকে বোড়ে করে আসলে শিবসেনা (একনাথ শিন্ডে) বিজেপি-কে বার্তা দিতে চাইছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের কারও কারও।
BookMyShow কুণালকে নিজেদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছে মানবাধিকার রক্ষা সংগঠন Amnesty India. তাদের বক্তব্য, 'কুণাল কামরা এবং তাঁর দর্শকদের ভয় দেখানো বন্ধ করুক মহারাষ্ট্র সরকার। নির্ভীক ভাবে মত প্রকাশের স্বাধীনতা প্রয়োগ করা, বেআইনি হস্তক্ষেপ ছাড়া সমাজে বাস করা ওঁর অধিকারের মধ্যে পড়ে'।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
