Covid-19 Booster Dose: কোভিডের বিরুদ্ধে নিরাপদ বুস্টার ডোজ, বৃদ্ধি করছে প্রতিরোধ ক্ষমতা, জানাল ল্যানসেট স্টাডি
ল্যানসেট সমীক্ষা অনুসারে, অ্যাস্ট্রাজেনেকা এবং ফাইজার ভ্যাকসিনের দুটি ডোজ ছ'মাস পরে হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর বিরুদ্ধে ৭৯ শতাংশ এবং ৯০ শতাংশ সুরক্ষা দিয়েছে।
নয়া দিল্লি: ওমিক্রন (Omicron) আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। দ্য ল্যানসেট (Lancet) জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, ছ'টি কোভিড-১৯ (Covid-19) ভ্যাকসিনের (Vaccine) বুস্টার ডোজ (Booster Dose) নিরাপদ এবং শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যে ছ'টি ভ্যাকসিনের বুস্টার ডোজ একটি শক্তিশালী ইমিউন প্রতিক্রিয়া দেখিয়েছে তার মধ্যে রয়েছে AstraZeneca, Pfizer-BioNTech, Novavax, Janssen, Moderna, Valneva এবং Curevac।
ল্যানসেট সমীক্ষা অনুসারে, অ্যাস্ট্রাজেনেকা এবং ফাইজার ভ্যাকসিনের দুটি ডোজ ছ'মাস পরে হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর বিরুদ্ধে ৭৯ শতাংশ এবং ৯০ শতাংশ সুরক্ষা দিয়েছে। সর্বশেষ গবেষণায় দেখা গিয়েছে এই বুস্টার ডোজ নিরাপত্তা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলছে এবং প্রায় নেই পার্শ্বপ্রতিক্রিয়া।
ইউনিভার্সিটি হসপিটাল সাউদাম্পটন এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট, ইউকে-এর ট্রায়াল লিড প্রফেসর সোল ফাউস্ট বলেছেন, সমীক্ষা অনুসারে বুস্টার ডোজ সুবিধাভোগীরা "ইঞ্জেকশন যেখানে দেওয়া হয়েছে সেখানকার পেশীতে ব্যথা, ক্লান্তি" এর মতো পার্শ্বপ্রতিক্রিয়ার সম্মুখীন হতে পারেন।" তবে বুস্টার দেওয়ার আরও তিন মাস এবং এক বছর পর কেমন কাজ করছে তার ডেটা শিট তৈরি করা হবে।
আরও পড়ুন, ভয় ধরাচ্ছে ওমিক্রন, ধাক্কা সামলাতে কি দরকার বুস্টার ডোজ? ভারতে কবে?
দেহে আদৌ দীর্ঘমেয়াদী সুরক্ষা এবং ইমিউনোলজিক্যাল মেমরি তৈরি হচ্ছে কি না তা দেখা হবে। AstraZeneca বা Pfizer-BioNTech-এর প্রাথমিক দুই-ডোজ কোর্সের ১০ থেকে ১২ সপ্তাহ পরে দেওয়া হয়েছিল এই বুস্টার ডোজ।
ইন্ডিয়ান সার্স কোভ-২ জিনোমিক কনসর্টিয়ামের (INSACOG) তরফে পরামর্শ দেওয়া হয়েছে ৪০ এর ওপর যাদের বয়স তাদের ভাইরাস আক্রান্তের ঝুঁকি বেশি। তাই অগ্রাধিকারের ভিত্তিতে এই সকল বয়সিদের কোভিড বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ দিয়েছেন সেখানকার বিজ্ঞানীরা।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )