এক্সপ্লোর
লকডাউন অমান্য করে সল্টলেকের রাস্তায়, আটকানোয় পুলিশকে কামড়ে দেওয়ার চেষ্টা তরুণীর
সল্টলেকে অ্যাপ নিয়ন্ত্রিত ক্যাব আটকানোর জেরে পুলিশের ওপর হামলার অভিযোগ। ওই ক্যাবে ছিলেন এক তরুণী ও তাঁর বন্ধু। আজ দুপুর ১টা নাগাদ পিএনবি বাসস্টপের কাছে ওই ক্যাবটিকে থামান বিধাননগর উত্তর থানার পুলিশ কর্মীরা। কেন তাঁরা রাস্তায় বেরিয়েছেন, তা জানতে চান পুলিশ কর্মীরা। তরুণীর সঙ্গী যুবক জানান, তাঁরা ওষুধ কিনতে বেরিয়েছেন। পুলিশ প্রেসক্রিপশন দেখতে চায়। অভিযোগ, এরপরই তরুণী ক্যাব থেকে নেমে গালিগালাজ করতে করতে এক পুলিশ কর্মীকে কামড়ে দেন। ঘটনায় ওই তরুণী, তাঁর বন্ধুকে আটক করেছে পুলিশ। আটক করা হয়েছে ক্যাবটিকেও।
জেলার
চিকিৎসক অভিজিৎ চৌধুরীর উদ্যোগে,বীরভূমের নগরী গ্রামে শুরু হল ভ্রাম্য়মান লাইব্রেরি পরিষেবা
আরও দেখুন


















