এক্সপ্লোর
Advertisement
কীটনাশক, উচ্চস্বরে আওয়াজ দিয়ে পঙ্গপাল রুখতে প্রস্তুত, দাবি জব্বলপুর জেলা প্রশাসনের
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পঙ্গপালের ঝাঁক ঢুকে পড়েছে রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা এবং মধ্যপ্রদেশে। ফসলের ক্ষতি করতে পঙ্গপালের ঝাঁকের জুড়ি নেই।
জব্বলপুর: করোনার ত্রাস ক্রমেই বাড়ছে। তারপর ঘূর্ণিঝড় উমপুনের তাণ্ডবে বিপর্যস্ত বাংলা। দুই ধাক্কায় মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষিক্ষেত্র। তা সামলে ওঠার আগেই এবার ফসল নষ্ট করতে পাকিস্তান থেকে ধেয়ে আসছে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল!
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পঙ্গপালের ঝাঁক ঢুকে পড়েছে রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা এবং মধ্যপ্রদেশে। ফসলের ক্ষতি করতে পঙ্গপালের ঝাঁকের জুড়ি নেই। নিমেষে তারা সাবাড় করে দিতে সক্ষম জমির ফসল।
Locust swarms can be repelled by making loud sounds and spraying. All such arrangements have been made in the district, if locust swarms attack we will be ready for it: Bharat Yadav, Jabalpur District Magistrate #MadhyaPradesh (26.05.20) pic.twitter.com/zDK4VnlZju
— ANI (@ANI) May 26, 2020
কোথাও থালা-বাটি বাজিয়ে, কোথাও বা সাউন্ড বক্স বাজিয়ে পঙ্গপাল তাড়ানোর চেষ্টা চালাচ্ছেন চাষিরা। কীটনাশকও ছড়িয়ে রোখার চেষ্টা করছেন কেউ কেউ।
এরই মধ্যে মধ্যপ্রদেশের জব্বলপুরের জেলা প্রশাসন দাবি করল, তারস্বরে আওয়াজ আর কীটনাশকেই তাড়ানো যায় পঙ্গপাল। সেইসব উপকরণ নিয়ে তারা তৈরি। কৃষিক্ষেত্রে পঙ্গপাল আক্রমণ হলে এভাবেই আটকানো যাবে পঙ্গপান, দাবি জব্বলপুর জেলাশাসক ভরত যাদবের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement