Lok Sabha Polls 2024: বেঙ্গালুরুতে দ্বিতীয় বৈঠক বিরোধীদের, সংঘাত ভুলে AAP-কে নৈশভোজে আমন্ত্রণ সনিয়ার, থাকছে ২৪টি দল
Sonia Gandhi: আগামী ১৮ জুলাই বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী শিবিরের দ্বিতীয় বৈঠক হওয়ার কথা।
নয়াদিল্লি: জাতীয় স্তরে বিজেপি বিরোধী শিবিরকে একজোট করতে এবার সক্রিয় হলেন সনিয়া গাঁধী (Sonia Gandhi)। পটনার পর বেঙ্গালুরুতে বিরোধী শিবিরের দ্বিতীয় বৈঠক হতে চলেছে। তার একদিন আগে সব বিরোধী দলগুলিকে নৈশভোজে আমন্ত্রণ জানালেন রায়বরেলীর সাংসদ সনিয়া। উল্লেখ্যযোগ্য ভাবে, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকেও আমন্ত্রণ জানিয়েছেন তিনি (Lok Sabha Polls 2024)।
আগামী ১৮ জুলাই বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী শিবিরের দ্বিতীয় বৈঠক হওয়ার কথা। বিজেপি বিরোধী শিবিরের মোট ২৪টি দল ওই বৈঠকে অংশ নেবে। আপ-ও অংশ নেবে বলে জানা গিয়েছে। তার একদিন আগে সনিয়ার তরফে বিশেষ নৈশভোজের ব্যবস্থা করা হচ্ছে। সেখানেও আহ্বান জানানো হয়েছে আপ-কে।
কংগ্রেসের তরফে আপ-কে আমন্ত্রণ জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ পটনার বৈঠকে দুই দলের মধ্যে সংঘাত বাধে। দিল্লিতে আমলা নিয়োগে কেন্দ্রীয় অর্ডিন্যান্সের বিরুদ্ধে কংগ্রেস প্রতিবাদ না জানালে বিরোধী শিবিরে শামিল হওয়ার প্রশ্ন ওঠে না বলে জানিয়েছিল আপ। তা নিয়ে পরিস্থিতি তেতে উঠলে, সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শরদকে হস্তক্ষেপ করতে হয়।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের তরফে আমন্ত্রণপত্র পৌঁছছে সকলের কাছে। পটনায় প্রথম বৈঠকটি যেভাবে সফল হয়েছে, তার সূত্র ধরেই দ্বিতীয় বৈঠক বলে জানিয়েছেন তিনি। অসুস্থ হলেও বেঙ্গালুরুর বৈঠকে যোগ দেবেন লালুপ্রসাদ যাদব।
২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি বিরোধী দলগুলিকে একছাতার নীচে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। তার জন্য সম্প্রতি বিহারে ১৫টি দল একত্রিত হয়। তাতে পৌরহিত্য করেন বিহারের মুখ্যমন্ত্রী তথা সংযুক্ত জনতা দলের প্রধান নীতীশ কুমার। পটনার ওই বৈঠকের পর পরই শরদ পওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিতে ভাঙন ধরে।
সেই আবহে বেঙ্গালুরুতে দ্বিতীয় বৈঠক হতে চলেছে। তাতে আটটি নতুন দলও যোগ দিতে চলেছে। সেই তালিকা নাম রয়েছে মারুমালারচি দ্রাবিড় মুন্নেত্রা কাজগম (MDKM), কঙ্গু দেশ মাক্কাল কাৎচি (KDMK), বিধুথালাই চিরুথাইগল কাৎচি (VCK), রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি (RSP), অল ইন্ডিয় ফরোয়ার্ড ব্লক, ইন্ডিয়ান ইউনিউয়ন মুসলিম লিগ (IUML), কেরল কংগ্রেস (জোসেফ) এবং কেরল কংগ্রেস (মণি)। এর মধ্যে KDMK এবং MDKM ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি-র জোটসঙ্গী ছিল।