Madhya Pradesh News: হেলমেট না পরায় তেল দিতে চাননি পেট্রল পাম্পের কর্মী, সটান গুলি চালাল ২ যুবক
Madhya Pradesh News: পুলিশ জানিয়েছে ওই দুই আততায়ী বিজপুরি গ্রামের বাসিন্দা। এই এলাকা ভিন্ডের গ্রামীণ পুলিশের আওতাধীন। পলাতক দুই অভিযুক্ত যুবকের খোঁজে চলছে তল্লাশি।

Madhya Pradesh News: হেলমেট না পরেই মোটরবাইক নিয়ে পেট্রল পাম্পে তেল ভরতে এসেছিলেন দুই যুবক। জেলা প্রশাসনের নিয়ম মেনে পেট্রল পাম্পের কর্মী তেল দিতে রাজি হননি। আর তার জেরেই প্রৌঢ় কর্মীকে গুলি খেতে হয়েছে। পেট্রল পাম্প কর্মীর কথা পছন্দ না হওয়ায় ওই দুই যুবক সটান গুলি চালিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শিউরে ওঠার মতো ওই মুহূর্তের ভিডিও। পেট্রল পাম্পের সিসি ক্যামেরায় ধরা পড়েছে সমস্ত ঘটনা। মধ্যপ্রদেশের ভিন্ড জেলায় ঘটেছে এই সাংঘাতিক কাণ্ড।
শনিবার বিকেল ৫টা নাগাদ ভিন্ড-হোয়ালিয়র জাতীয় সড়কের (এনএইচ-৭১৯) - এর পাশের সাবত্রী লোধি পেট্রল পাম্পে কাজ করছিলেন বছর ৫৫- র তেজ নারায়ণ নারওয়ারিয়া। সেই সময় পেট্রল পাম্পে আসেন দুই যুবক। মোটরসাইকেল চালিয়ে এলেও দু'জনের কারও মাথাতেই ছিল না হেলমেট। সেই কারণেই জেলা প্রশাসনের নিয়ম অনুসারে পেট্রল দিতে চাননি ওই কর্মী। এরপরই ওই দুই যুবকের সঙ্গে তর্ক শুরু হয় পেট্রল পাম্প কর্মীর। আহত পেট্রল পাম্প কর্মীর জানিয়েছেন, যেহেতু কালেক্টর নিয়ম জারি করেছেন, তাই তাঁর হাত বাঁধা। কিছু করার ছিল না তাঁর। নিয়ম মানতেই হতো।
এদিকে পেট্রল না পেয়ে ততক্ষণে ওই কর্মীকে অশ্লীল ভাষায় আক্রমণ করা শুরু করেছে দুই যুবক। এখানেই থেকে থাকেনি বিষয়টি। কিছুক্ষণের মধ্যেই গুলি চালায় ওই যুবকরা। একটি বুলেট এসে লাগে পেট্রল পাম্প কর্মীর হাতে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে একজন যুবক গুলি চালাচ্ছে একটি পিস্তল থেকে। আরেকজন গুলি চালাচ্ছিল একটি রাইফে। বেশ কয়েক রাউন্ড গুলি চালায় তারা। আচমকা এভাবে গুলি চলতে শুরু করায় স্বভাবতই ভয় পেয়ে যান পেট্রল পাম্পে থাকা অন্যান্য কর্মীরা। প্রাণ বাঁচাতে ভয়ে, আতঙ্কে যে যেখানে পারেন লুকিয়ে পড়েন। এরপর ওই দুই আততায়ী পেট্রল পাম্প ছেড়ে চলে যাওয়ার পর আহত নারায়ণ নারওয়ারিয়া নামের ওই ব্যক্তিকে প্রথমে ভিন্ডের জেলা হাসপাতালে এবং পরে গোয়ালিয়রের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে ওই দুই আততায়ী বিজপুরি গ্রামের বাসিন্দা। এই এলাকা ভিন্ডের গ্রামীণ পুলিশের আওতাধীন। বিজপুরি গ্রামে একটি কুস্তি প্রতিযোগিতা চলছিল। সেখানে যাওয়ার পথেই মোটরবাইকে তেল ভরার জন্য ওই পেট্রল পাম্পে দাঁড়িয়েছিল দুই যুবক। পুলিশ জানিয়েছে, পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যেই দুই আততায়ীকে শনাক্ত করা হয়েছে। পলাতক দুই অভিযুক্ত যুবকের খোঁজে চলছে তল্লাশি। দ্রুত তাদের গ্রেফতার করা হবে বলেও আশ্বাস দিয়েছে পুলিশ। এই দুই যুবকের পরিচয় কী, কীভাবে তাদের কাছে আগ্নেয়াস্ত্র এল, কীভাবেই বা প্রকাশ্যে গুলি চালানোর মত সাহস তারা পেল, এদের পিছনে কে বা কারা রয়েছে, কোনও প্রভাবশালী এই আততায়ীদের মাথায় রয়েছে কিনা, সবই জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।






















