এক্সপ্লোর
খড়গপুরে মোরাম মাফিয়ার আক্রমণে আহত সরকারি আধিকারিক সহ ৯
বর্তমানে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শেখ ইয়াসিন নামে ওই সরকারি আধিকারিক। দুষ্কৃতীরা এখনও অধরা।

খড়গপুর: খড়গপুরের সাদাতপুরে মোরাম মাফিয়ার আক্রমণে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক সহ ৯ জন জখম হয়েছেন বলে অভিযোগ। সরকারি গাড়িও ভাঙচুর করা হয়েছে। গতকাল রাতে ৬ নম্বর জাতীয় সড়কে গাড়িতে তল্লাশি চালাচ্ছিলেন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক ও কর্মীরা। সন্দেহ হওয়ায় তাঁরা একটি মোরাম বোঝাই গাড়িকে ধাওয়া করেন। গাড়ি বাজেয়াপ্ত হলেও পালিয়ে যায় চালক। অভিযোগ, ফেরার পথে স্থানীয় মোরাম মাফিয়া শেখ মোসলেম ও তার দলবল ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক ও কর্মীদের ওপর বাঁশ-লাঠি নিয়ে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে জখম হন এক আধিকারিক সহ ৯ জন। সরকারি গাড়িও ভাঙচুর করা হয়। বর্তমানে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শেখ ইয়াসিন নামে ওই সরকারি আধিকারিক। দুষ্কৃতীরা এখনও অধরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















