Maha Kumbh: মহাকুম্ভ থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, রাস্তাতেই মৃত্যু গোটা পরিবারের!
Accident News:মহাকুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে ওই পরিবার। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়ি।

আগ্রা: মহাকুম্ভে পুণ্যস্নান সেরে বাড়ি ফেরার পথেই সব শেষ। পুণ্যস্নান সেরে আর বাড়ি হল না। বরং পথেই প্রাণ শেষ গোটা পরিবারের। লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় শেষ হয়ে গেল গোটা পরিবার।
মহাকুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে ওই পরিবার। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়ি। এরপর ট্রাকের সঙ্গে সংঘর্ষে উল্টে যায় সেটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। মৃতদের নাম ওমপ্রকাশ সিং(৪২), তাঁর স্ত্রী পূর্ণিমা সিং (৩৪)। সঙ্গে ছিল তাঁদের ১২ বছরের মেয়ে এবং ৪ বছরের ছেলে। সোমবার রাত ১২.৩০ নাগাদ এই ঘটনাটি ঘটে।
দিল্লির উত্তমনগরের বাসিন্দা তাঁরা। মহাকুম্ভ মেলায় গিয়েছিলেন। ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। জানা গিয়েছে, গাড়িটি চালাচ্ছিলেন ওমপ্রকাশ সিং নিজেই। কিন্তু আচমকা গাড়ির উপুর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এরপর গাড়িটি প্রথমে ডিভাইডারে ধাক্কা মেরে শূন্যে উঠে যায়। উল্টো দিক থেকে আসা একটি ট্রাক পিষে দেয় গাড়িটিকে।
ইতিমধ্যেই মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চালকের গাফিলতির জন্যই এই ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।
আরও পড়ুন, সাধুবাবার পায়ের স্পর্শে ভ্যানিশ ক্যান্সার-সহ একাধিক রোগ! মহাকুম্ভে এ যেন মহা 'ভেল্কি'!
প্রসঙ্গত, মহাকুম্ভ চলাকালীন মেলা চত্বরে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল ২৬০টি তাঁবু। যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। দাউ দাউ করে পুড়ছিল সন্ন্যাসীদের আখড়া। সেক্টর ৫ ও সেক্টর ১৯ -এর মাঝখানের এলাকায় আচমকা আগুন লেগে গিয়েছিল। পরপর ফাটতে থাকে সিলিন্ডার। গীতা প্রেস ও ধর্ম সঙ্ঘের একের পর এক টেন্টে ছড়িয়ে পড়ে আগুন। প্রায় ২০ হাজার বর্গফুট এলাকা চলে যায় আগুনের গ্রাসে। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
প্রাথমিকভাবে অনুমান, সিলিন্ডার ফেটেই কুম্ভমেলায় অগ্নিকাণ্ড ঘটে। প্রায় ২২ মিনিট ধরে দমকলের ২২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ সূত্রে খবর, ঘটনায় কেউ হতাহত হননি। আগুন লাগার পর সকলকেই নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
