Maha Nabami 2021 Live Updates: শ্রীরামপুরে পুজোয় ধুনুচি নাচ
Get the latest and Live Updates: আজ মহানবমী, হোমাগ্নিতে দেবীর স্তুতি, নানা উপাচারে চলছে দেবীর আরাধনা
LIVE
Background
কাশফুলের ঝাঁকে মন খারাপের হাওয়া৷ আজ নবমী। আনন্দের মাঝেই বিষাদের সুর।
ভিড়-আলো বিতর্কের জের। দর্শকদের জন্য বন্ধ শ্রীভূমি স্পোর্টিং-এর পুজো। বন্ধ করা হল সমস্ত গেট।
বিতর্কের জেরে পদক্ষেপ নবান্নের। মুখ্যসচিব-পুলিশকর্তাদের নির্দেশ। রাতেই মণ্ডপ পরিদর্শনে এডিজি সিআইডি।
চেতলা অগ্রণী, সুরুচি সঙ্ঘে ঢাক বাজালেন ফিরহাদ-অরূপ। আবাসনের পুজোয় মাতলেন রাজ-শুভশ্রী-রচনা-অরিন্দম শীল।
ভাবনার অভিনবত্বে শারদ সম্মান মাস্টারদা স্মৃতি সঙ্ঘের। সমাজবোধে সেরা চক্রবেড়িয়া সর্বজনীন। ভিন্ন ভাবনায় সেরার শিরোপা ৬৬ পল্লির।
শিল্পভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন। সম্প্রীতি ভাবনায় সেরা পুজো বোসপুকুর তালবাগান। মাতৃরূপে সেরা যাদবপুর শ্যামাপল্লি শ্যামা সঙ্ঘ।
শিল্পবোধে সেরা দমদম তরুণ দল। কারুশিল্পে সেরা ঠাকুরপুকুর এসবি পার্ক। উদ্ভাবনে সেরা চোরবাগান। সমাজবোধে সেরা তেলেঙ্গাবাগান সর্বজনীন।
রাস্তায় পুজোর ভিড়। উদ্বেগ বাড়িয়ে করোনার দৈনিক সংক্রমণ বাড়ল ১১ শতাংশের বেশি। দেশে ফের বাড়ল করোনায় দৈনিক মৃত্যু-সংক্রমণ।
জার্মানি জুড়ে দুর্গাপুজোর উত্সব। টোকিওয় পুজোয় সামিল প্রবাসীরা। উত্সব ইংল্যান্ডের বার্মিংহাম ও আয়ারল্যান্ডে।
WB News Live Updates: শ্রীরামপুরে পুজোয় ধুনুচি নাচ
শ্রীরামপুরে পুজোয় ধুনুচি নাচ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের। সকালে ৫ ও ৬-এর পল্লি আরএমএস গ্রাউন্ডে পাড়ার পুজোয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
WB News Live Updates: আবহ নির্মাণে সেরা শারদ আনন্দ সম্মান জিতল অজেয় সংহতি
আবহ নির্মাণে সেরা শারদ আনন্দ সম্মান জিতল অজেয় সংহতি। রঙের প্রয়োগে সেরার শিরোপা আলিপুর সর্বজনীনের। গঠনশৈলীতে সেরা দমদম পার্ক সর্বজনীন।
WB News Live Updates: অত্যাধিক ভিড় ও আলো নিয়ে বিতর্কের জের
বিকেলের পর থেকে বিধাননগর স্টেশনে ডাউন ট্রেন দাঁড়াবে না বলে সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
WB News Live Updates: অত্যাধিক ভিড় ও আলো নিয়ে বিতর্কের জের
অত্যাধিক ভিড় ও আলো নিয়ে বিতর্কের জের। দর্শনার্থীদের জন্য বন্ধ শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো মণ্ডপ। পরিচয়পত্র দেখিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
West Bengal News Live: দুর্গাপুজোয় উঠে এল আস্ত একটা আদিবাসী গ্রাম
দুর্গাপুজোর মণ্ডপে উঠে এল আস্ত একটা আদিবাসী গ্রাম। চালতাবাগন লোহাপট্টির দুর্গাপুজোর ৭৯তম বর্ষের দুর্গাপুজোর বিষয় ভাবনা ‘প্রকৃতির মাঝে মা’।