Maharashtra : ক্যান্টিন-কর্মীকে বেধড়ক মারধর শাসকদলের বিধায়কের, মহারাষ্ট্রে গেঞ্জি-তোয়ালে পরে বিধানসভায় বেনজির প্রতিবাদে বিরোধীরা
প্রতিবাদী বিধায়কদের পরনে আজ শুধুই স্যান্ডো গেঞ্জি আর তোয়ালে । অভিযোগ, ক্যান্টিনের এক কর্মীকে বেধড়ক মারধর করেন শিবসেনা শিন্ডে গোষ্ঠীর বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়।

বিধায়কদের ক্যান্টিনে বাসি পচা ডালভাত দেওয়ার অভিযোগে কয়েকদিন আগেই এক কর্মীকে বেধড়ক মারধর করেন শিবসেনা শিন্ডে গোষ্ঠীর বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়। সেই অভিযোগ নিয়ে তোলপাড় মহারাষ্ট্র বিধানসভা। কেন শিবসেনা-বিধায়ক গায়ে হাত তুললেন ক্যান্টিনের কর্মীর, প্রশ্ন তুলে এক অভিনব প্রতিবাদে সামিল হলেন বিরোধী জোট এমভিএ-র বিধায়করা। প্রতিবাদী বিধায়কদের পরনে আজ শুধুই স্যান্ডো গেঞ্জি আর তোয়ালে । এভাবেই মহারাষ্ট্রের বিধান ভবনে বিক্ষোভ দেখানো হয়। তাঁদের অভিযোগ, ক্যান্টিনের এক নিরীহ কর্মীকে মারধরের ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, আদতে শাসক শিবিরের গুন্ডারাজের উদাহরণ। কিন্তু স্যান্ডো গেঞ্জি আর তোয়ালে পরে বিক্ষোভ কেন? অভিযোগ , ওই ক্যান্টিনকর্মীকে মারধরের সময় সঞ্জয় গায়কোয়াড় গেঞ্জি ও তোয়ালেই পরে ছিলেন।
বিধানসভার ক্যান্টিনে সঞ্জয় গায়কোয়াড়ের ব্যবহারের প্রতিবাদ করে উদ্ধব-গোষ্ঠীর বিধায়ক এবং বিরোধী দলনেতা অম্বাদাস দানভে বলেন, সঞ্জয় গায়কোয়াড়ের এই আচরণ প্রমাণ করে যে সরকারের মানসিকতা কেমন। এর থেকে বোঝা যায়, সরকার এমন কার্যকলাপকে সমর্থন করে।
শুধু এই ঘটনা নয় । সম্প্রতি বিতর্কের শীর্ষে মহারাষ্ট্রের মন্ত্রী সঞ্জয় শিরসাট। তাঁর একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়। সেখানে দেখা যায়, তিনি একটি বিছানায় বসে রয়েছেন । তাঁর পাশে রয়েছে ব্যাগ। সেই ব্যাগে রয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা। এই ভিডিওকে হাতিয়ার করেই বিরোধীরা লাগাতার আক্রমণ শানাচ্ছেন সরকারের বিরুদ্ধে। ওই ভাইরাল ভিডিওতে মহারাষ্ট্রের মন্ত্রী সঞ্জয় শিরসাটকে একটি স্যান্ডো গেঞ্জি পরে থাকতে দেখা গিয়েছে। মন্ত্রী তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ মানতে চাননি। তিনি পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ আনেন। সেই সঙ্গে দাবি করেন, টাকা নয়, তাঁর ব্যাগে জামাকাপড় ছিল। সম্প্রতি আয়কর দফতরের নোটিশ পেয়েছেন মন্ত্রী শিরসাট। গত ৫-৬ বছরে তাঁর নজিরবিহীন সম্পত্তিবৃদ্ধি। এই দুই ঘটনাকে সামনে রেখে, শিবসেনা শিন্ডে-গোষ্ঠীর নেতাদের চাড্ডি-বানিয়ান গ্যাং বলে সম্বোধন করছেন বিরোধীরা।
এর আগে ভারত গোগাওয়ালের একটি ভিডিও সামনে আসে। সেখানে তাঁকে গেঞ্জি পরে তান্ত্রিক কার্যকলাপ করতে দেখা গিয়েছিল বলে অভিযোগ। এই সব ভিডিও সামনে আসার পরই বিরোধী দলগুলির নিশানায় শিবসেনার শিন্ডেগোষ্ঠী। এই একের পর এক বিতর্কে কার্যত কোণঠাসা একনাথ শিবির। এই পরিস্থিতিতে দিন কয়েক আগেই একনাথ নেতাদের সতর্ক করে দিয়েছেন। তিনি নাম না করেই বলেছিলেন, ‘"সাধারণ জীবনে শৃঙ্খলা প্রয়োজন এবং আমাদের তা বজায় রাখতে হবে।" কিন্তু এইসব ঘটনাই আপাতত আক্রমণের হাতিয়ার হয়ে উঠেছে বিরোধীদের।






















