Maharashtra Hospital Deaths: বিষক্রিয়া, সাপের কামড়, সরকারি হাসপাতালে শিশু-সহ ২৪ জনের মৃত্যু, ওষুধ ও বাজেটে ঘাটতির অভিযোগ
Maharashtra News: মহারাষ্ট্রের নানদেদের ঘটনা। সেখানকার শঙ্করারাও চহ্বাণ সরকারি হাসপাতালে এই ঘটনা ঘটেছে।
![Maharashtra Hospital Deaths: বিষক্রিয়া, সাপের কামড়, সরকারি হাসপাতালে শিশু-সহ ২৪ জনের মৃত্যু, ওষুধ ও বাজেটে ঘাটতির অভিযোগ Maharashtra Hospital Deaths 24 patients including babies dead Dean alleges not enough medicines and staff Maharashtra Hospital Deaths: বিষক্রিয়া, সাপের কামড়, সরকারি হাসপাতালে শিশু-সহ ২৪ জনের মৃত্যু, ওষুধ ও বাজেটে ঘাটতির অভিযোগ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/03/2e06e292e9522968a27911e9f11428771696301442968338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নানদেদ: মহারাষ্ট্রে সরকারি হাসপাতালে একদিনে মৃত্যু ২৪ রোগীর, যার মধ্যে রয়েছে ১২ শিশুও। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পর পর সবক'টি মৃত্যু ঘটে গিয়েছে। পরে রাতের দিকে আরও সাত জনের মৃত্যু হয়, যার মধ্যে সাত শিশু ছিল। আরও ৭০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। এই ঘটনায় আঙুল উঠছে সরকারের দিকে (Maharashtra News)। হাসপাতালে ডিন জানিয়েছেন, হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ওষুধ নেই। যথেষ্ট সংখ্যক কর্মীও নেই হাসাপাতালে। তাই পরিস্থিতির মোকাবিলা করা যায়নি। বিষয়টি নিয়ে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। (Maharashtra Hospital Deaths) সরকারকে কাঠগড়ায় তোলা হচ্ছে।
মহারাষ্ট্রের নানদেদের ঘটনা। সেখানকার শঙ্করারাও চহ্বাণ মেডিক্যাল কলেজ হাসপাতালে এই ঘটনা ঘটেছে। ২৪ ঘণ্টায় পর পর ২৪ জন মারা গিয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, যে ২৪ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ১২ জন ছিলেন প্রাপ্তবয়স্ক। এঁদের শরীরে নানা সমস্যা ছিল। আর্সেনিক এবং ফসফরাসের বিষক্রিয়া হয়েছিল কয়েক জনের শরীরে। তবে বেশির ভাগই ভর্তি হয়েছিলেন সাপের কামড় খেয়ে। এর পর ছয় শিশুকন্যা এবং ছয় শিশুপুত্রেরও মৃত্যু হয়।
হাসপাতালের ডিন সংবাদমাধ্যমে বলেন, "বেশ কিছু দিন ধরেই সমস্যা দেখা দিয়েছে। যথেষ্ট সংখ্যক কর্মী নেই হাসপাতালে। বহু জনকে বদলি করা হয়েছে। Haffkine Institute থেকে ওষুধ কেনার কথা ছিল। কিন্তু তা কেনা হয়নি। দূর-দূরান্ত থেকে মানুষ হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। হাসপাতালের বাজেটেও কাটছাঁট হয়েছে বিস্তর।"
আরও পড়ুন: Abhishek Banerjee: দিল্লিতে অভিষেক, রাত পেরোলেই কলকাতায় ED-র সমন, জল্পনা তুঙ্গে
মহারাষ্ট্র মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চের ডিরেক্টর দিলীপ মহাইসেকর জানিয়েছেন, এই ঘটনায় তিন বিশেষজ্ঞকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরের মধ্যে জমা দিতে বলা হয়েছে রিপোর্ট। এই ঘটনায় তীব্র রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। কংগ্রেস নেতা অশোক চহ্বাণ গতকালই হাসপাতালে ছুটে যান। তিনি বলেন, "২৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ডিনের সঙ্গে দেখা করতে এসেছি। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সরকারের বিষয়টি দেখা উচিত। অবিলম্বে মৃতদের পরিবারদের সাহায্য় করা হোক। আরও ৭০ জন রোগীর অবস্থা আশঙ্কাজনক।"
এর পর হাসপাতালের তরফে বিবৃতি জারি করে বলা হয়, 'হাসপাতালের বাজেট ১২ কোটি টাকা। কিন্তু চলতি অর্থবর্ষে মাত্র ৪ কোটি টাকার অনুমোদন মিলেছে'। এই মৃত্যুকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন মহারাষ্ট্রের একনাথ শিন্ডে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)