Maharashtra News: 'এভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভাল হবে', আত্মহত্যার অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি শতাধিক মানুষের
Villagers Protest: শুক্রবার NH-48 লাগোয়া বিভিন্ন গ্রাম যেমন-সশুনাওঘর, মালজিপাড়া, সাশুপাড়া, বোবাত পাড়া ও পাথরপাড়া-র মানুষ হাইওয়ে বরাবর প্রতিবাদ জানান।

আত্মহত্যা করতে চান তাঁরা ! এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন ১০০-র বেশি মানুষ। কোন এলাকার মানুষ তাঁরা ? কেনই বা আত্মহত্যা করতে চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন ? কারণ, মুম্বই-আমদাবাদ জাতীয় সড়ক (NH-48)-এর খারাপ অবস্থা নিয়ে হতাশ তাঁরা, এছাড়া যানজট সমস্যা ও প্রশাসনিক অবহেলার অভিযোগ। যার জেরে আত্মহত্যা করতে চেয়ে চিঠি লিখলেন নাইগাঁও-চিনচটি-ভাসাই এলাকার মানুষ।
শুক্রবার NH-48 লাগোয়া বিভিন্ন গ্রাম যেমন-সশুনাওঘর, মালজিপাড়া, সাশুপাড়া, বোবাত পাড়া ও পাথরপাড়া-র মানুষ হাইওয়ে বরাবর প্রতিবাদ জানান। তাঁরা অভিযোগ তোলেন, একসময় তাঁদের যাতায়াত এক ঘণ্টার ছিল, গত দুই মাসে তা পাঁচ-ছয় ঘণ্টায় বেড়ে গেছে। বিক্ষোভের নেতৃত্ব দেওয়া স্থানীয় একটি এনজিওর এক কর্মী বলেন, "এভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভাল হবে।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা সেই চিঠির একটি কপি পেয়েছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। সেই অনুযায়ী, বাসিন্দারা দাবি করেছেন যে, জাতীয় সড়ক কর্তৃপক্ষের (এনএইচএআই) প্রকল্প পরিচালক এবং অন্যান্য কর্মকর্তাদের অবহেলার কারণে তাঁদের দৈনন্দিন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চিঠিতে তাঁরা লিখেছেন, "একাধিক আবেদন জমা দেওয়া সত্ত্বেও, কোনও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আমরা জোরালভাবে দাবি করছি যে, এই কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক।"
৪৮ নম্বর জাতীয় সড়কে যানবাহনের সংখ্যা ক্রমবর্ধমান বৃদ্ধির পাশাপাশি, বিক্ষোভকারীরা যানজটের সমস্যার জন্য গর্তযুক্ত হাইওয়ের করুণ অবস্থা এবং দুর্বল ট্র্যাফিক ব্যবস্থাপনাকে দায়ী করেছেন। এনজিওর ওই কর্মী বলেন, "এই কঠিন পরিস্থিতি অসহনীয়। গ্রামের শিশুরা তাদের পরীক্ষা মিস করেছে এবং মানুষজন তাঁদের বিমান মিস করেছেন। চিকিৎসাগত জরুরি অবস্থাও গুরুতর উদ্বেগের বিষয়, কারণ নিকটতম হাসপাতালটি মীরা রোডে। সাধারণত, ২০ মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছানো যায়, কিন্তু এখন তিন ঘণ্টারও বেশি সময় লাগছে।"
কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাঁরা এই প্রতিবাদ চালিয়ে যাবেন বলে জানান ওই এনজিও কর্মী। তিনি বলেন, "আমরা চাই কর্তৃপক্ষ আমাদের কথা শুনুক এবং ব্যবস্থা গ্রহণ করুক। বছরের পর বছর ধরে, আমাদের প্রার্থনা এবং আর্তনাদ বধির কানে পড়ছে না। এই গ্রামগুলিতে বসবাসকারী মানুষের জীবন সম্পূর্ণরূপে NH-48 এর উপর নির্ভরশীল।"
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে বাসিন্দারা আরও দাবি করেছেন যে থানের ঘোডবন্দর রোডের গাইমুখ ঘাট এলাকায় চলতে থাকা পিচঢালা ও মেরামতির কাজের কারণে ১১-১৪ অক্টোবর পর্যন্ত চিনচটি নাকার বাইরে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করার জন্য মীরা-ভায়ন্দর এবং ভাসাই-ভিরার (এমবিভিভি) পুলিশ কমিশনারেটের সাম্প্রতিক নির্দেশকে কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে উপেক্ষা করেছে।






















