Mahashivratri 2025 : এই দরগায় হবে শিবরাত্রির পুজো, বড় নির্দেশ দিল কর্ণাটক আদালত
Karnataka High Court : কোনওরকম অশান্তি আটকাতে, জেলা প্রশাসন শহর জুড়ে সিআরপিসির ১৪৪ ধারা জারি করেছে, জনসমাবেশ নিষিদ্ধ করেছে।

বেঙ্গালুরু : এক বছর এই দরগাতেই শিবরাত্রি পুজো ঘিরে উত্তাল হয়েছিল কর্ণাটকের আলান্দ। বছর - বছর ধরে চলে আসা রীতি, হিন্দু- মুসলিমের সম্প্রীতির ছবিতে পড়েছিল কালো দাগ। তারপর থেকেই নানা মামলা মকোদ্দমা। এ বছর মহা শিবরাত্রির আগে, কর্ণাটক হাইকোর্টের কালাবুর্গী বেঞ্চ একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে শিবরাত্রি উৎসব পালন নিয়ে। পুরনো ঐতিহ্য মেনে এবছরই আলান্দে সুফি সন্ত লাডলে মাশাক দরগার (Ladle Mashak Dargah) মধ্যে প্রতিষ্ঠিত শিবলিঙ্গে শিবরাত্রির পুজোর অনুমতি দিয়েছেন বিচারপতি। তবে বেঁধে দিয়েছেন সময়। এই ধর্মীয় আচার পালন ঘিরে যাতে কোনও অশান্তি না ঘটে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন কালাবুর্গি জেলা কমিশনার ফাওজিয়া তারান্নুম। কোনওরকম অশান্তি আটকাতে, জেলা প্রশাসন শহর জুড়ে সিআরপিসির ১৪৪ ধারা জারি করেছে, জনসমাবেশ নিষিদ্ধ করেছে।
মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি রাত ১১টা থেকে বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি, সকাল ৬টা পর্যন্ত আলান্দ জেলায় মদ বিক্রি নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। পঞ্চদশ শতাব্দী থেকে ২০২২ সাল পর্যন্ত এই দরগায় শিবরাত্রিতে বিশেষ পুজো পেতেন মহাদেব। সেখানে প্রতিষ্ঠিত শিবলিঙ্গে জল ঢালতে যেতেন অগণিত হিন্দু ধর্মাবলম্বী। এ নিয়ে কোনও সমস্যা ছিল না। বরং দেশ জুড়ে ধর্মীয় ঐক্যের প্রতীক ছিল এই দরগা। হিন্দু ও মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির ছবিতে কালির ছিটে পড়ে ২০২২ সালে। অভিযোগ, ধর্মীয় আচার পালনের সময় আরেক গোষ্ঠী নানা আপত্তিকর কাজ করে। অভিযোগ ওঠে ঈশ্বরকে অসম্মান করার। এরপর বিরাট সংঘর্ষ বেঁধে যায়, ছড়ায় হিংসা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ জন মহিলাসহ ১৬৭ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এরপর থেকেই সেই লম্বা ঐতিহ্যে পড়েছে ছেদ। ওই দরগায় শিবলিঙ্গের অস্তিত্বই কোনও কালে ছিল না বলে দাবি করে অন্য সম্প্রদায়।
সম্প্রতি, রাঘব চৈতন্য শিবলিঙ্গ পূজার অনুমতি চেয়ে কয়েকটি হিন্দু সংগঠন আদালতের হস্তক্ষেপ চায়। ওয়াকফ বোর্ড যুক্তি দেয় যে, ওই স্থানে কোনও শিবলিঙ্গের অস্তিত্ব ছিল না। তবে, ওই স্থান পরিদর্শন এবং ঐতিহাসিক তথ্য যাচাইয়ের পর, কালাবুর্গী হাইকোর্ট অনুমতি দিয়েছে শিবরাত্রির দিন পুজো করার । তবে বেঁধে দেওয়া হয়েছে সময় ও ভক্ত সংখ্যআ। আবেদনকারীরা চেয়েছিলেন ৫০০ জনকে প্রবেশ করতে দেওয়া হোক। তবে পরিস্থিতি বিচার করে আদালত ১৫ জনকেই পুজো করার অনুমতি দিয়েছে ।
আরও পড়ুন :
আবারও কেঁপে উঠল মাটি ! মঙ্গলের পর বুধেও ভয়াবহ কম্পন এই দেশে






















