এক্সপ্লোর
মেকআপের ‘ভুয়ো’ ছবি নিয়ে ট্রোল রানু মন্ডলকে, আসল ছবি শেয়ার করে জানালেন মেকআপ আর্টিস্ট
একটি অনুষ্ঠানে সেজেগুজে পৌঁছেছিলেন রানু মন্ডল। হেঁটেছিলেন মার্জার সরণিতেও। নয়া রূপে রানুকে দেখে সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল পড়ে গিয়েছিল। তাঁর মেকআপ নিয়ে তাঁকে নির্মমভাবে ট্রোলও করা হয়।
![মেকআপের ‘ভুয়ো’ ছবি নিয়ে ট্রোল রানু মন্ডলকে, আসল ছবি শেয়ার করে জানালেন মেকআপ আর্টিস্ট Make up artist share real photo of Ranu mondal and gives reply to trollers মেকআপের ‘ভুয়ো’ ছবি নিয়ে ট্রোল রানু মন্ডলকে, আসল ছবি শেয়ার করে জানালেন মেকআপ আর্টিস্ট](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/11/19195139/ranu.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: একটি অনুষ্ঠানে সেজেগুজে পৌঁছেছিলেন রানু মন্ডল। হেঁটেছিলেন মার্জার সরণিতেও। নয়া রূপে রানুকে দেখে সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল পড়ে গিয়েছিল। তাঁর মেকআপ নিয়ে তাঁকে নির্মমভাবে ট্রোলও করা হয়। রানুর মেকআপ নিয়ে হাসিঠাট্টায় মাতেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ। বিভিন্ন মিম তৈরি করে ব্যঙ্গ-বিদ্রুপ করা হয় রানুকে। এর পাশাপাশি ট্রোলারদের একহাত নেন সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীদের কেউ কেউ। তাঁরা রানুর পাশে দাঁড়ান। কিন্তু এবার জানা গেল, সোশ্যাল মিডিয়ায় রানু মন্ডলের যে ছবি ভাইরাল হয়েছে, তা আসল নয়। মেকআপ আর্টিস্ট সন্ধ্যা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসল ছবি পোস্ট করে ট্রোলারদের মুখের মতো জবাব দিয়েছেন।
সন্ধ্যা রানুর মেকআপের আসল ও ভুয়ো-দুটি ছবিই পোস্ট করে লিখেছেন, আপনারা এই দুটি ছবিই দেখতে পারছেন। একটা ছবির পিছনে রয়েছে আমাদের পরিশ্রম। অন্যটি, এডিট করে বানানো হয়েছে। সন্ধ্যা বলেছেন, এই ছবি নিয়ে কৌতুক ও ট্রোল করা হয়েছে। এগুলি দেখে আমারও হাসি পেয়েছে। কিন্তু অন্য কাউকে কটাক্ষ হেনে কৌতুক একেবারেই ঠিক নয়। আমারা আশা করছি যে, আপনারা বুঝতে পারবেন, আসল ও নকল ছবির ফারাক। আমরা এটাই করতে চেয়েছি। একটি ভিডিও-র মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি পরিচিত হয়ে উঠেছিলেন রানু মন্ডল। নদিয়ার রানাঘাট রেল স্টেশনে বসে তাঁর গাওয়া লতা মঙ্গেশকরের এক প্যায়ার কা নাগমা হ্যায় গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছিল। রানুর কন্ঠস্বরে মুগ্ধ হয়ে হিমেশ রেশমিয়া তাঁর আগামী সিনেমার জন্য গান গাওয়ার প্রস্তাব দেন। হিমেশের সঙ্গে তিন-তিনটি গানের রেকর্ডিং করেন রানু।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)