SIR News: 'রাত ১০টার পরে বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে', SIR নিয়ে ফের মুখ্যমন্ত্রীর নিশানায় কমিশন
ABP Ananda LIVE : 'চাকরি খাওয়ার হুমকি দিচ্ছে, ভোট আসে যায়, সরকার থেকে যায়। SIR নিয়ে ফের মুখ্যমন্ত্রীর নিশানায় নির্বাচন কমিশন। রাত ১০টার পরে বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে। বিডিও-এসডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না',কোচবিহারের প্রশাসনিক সভা থেকে কমিশনকে আক্রমণ মুখ্যমন্ত্রীর ।
সংসদে প্রধানমন্ত্রীর মুখে ‘বঙ্কিমদা’, 'অন্তত বাবু বলুন’ আপত্তি তুলে বললেন সৌগত, মোদির জবাব ...
'বন্দে মাতরম’-এর উপর লোকসভায় আলোচনা শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিষয়ে সোমবার ১০ ঘণ্টা বরাদ্দ রাখা হয়েছে আলোচনার জন্য। ভারতের ইতিহাস, স্বাধীনতা আন্দোলন, তাতে বাংলার অবদান নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী ‘বন্দে মাতরম’-এর রচয়িতা বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে উল্লেখ করেন। এরপরই তা নিয়ে তীব্র আপত্তি জানান তৃণমূল সাংসদরা। মোদির কথার মাঝেই আপত্তি তোলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি সরাসরি বলেন, ‘বঙ্কিমদা বলছেন কেন? অন্তত বাবু বলুন’। কয়েকবার বলার পর সৌগত রায়ের কথা শুনে থামেন প্রধানমন্ত্রী। বলেন, “আমি আপনাকে দাদা বলে ডাকতে পারি, তাই না? নাকি এতেও আপনার আপত্তি আছে?” কিছুটা মজা করার সুরেই জবাব দেন প্রধানমন্ত্রী। সৌগত রায়কে বলেন, তিনি তাঁর ভাবনার সম্মান করেন। প্রধানমন্ত্রী তারপর ‘বঙ্কিমবাবু’ বলে উল্লেখ করেন। এই ‘বঙ্কিমদা’ প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীর উদ্দেশে আক্রমণ শানান সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও।


















