Delhi Airport Roof Collapse: দিল্লি বিমানবন্দরে দুর্ঘটনাগ্রস্ত অংশ কবে তৈরি? খাড়্গের নিশানায় মোদি! পাল্টা তথ্য বিজেপির
Delhi Airport Terminal 1: দিল্লি বিমানবন্দরের দুর্ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনীতির দড়ি টানাটানি। আসলে গাফিলতি কার?
নয়া দিল্লি: প্রবল বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের (delhi airport) ছাদ ধসে পড়ার ঘটনায় বিজেপি এবং নরেন্দ্র মোদি সরকারকে নিশানা করলেন জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। তিনি নরেন্দ্র মোদি সরকারকে নিশানা করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্ট করেছেন ।
মল্লিকার্জুন খার্গে লিখছেন, 'গত ১০ বছরে দুর্বল পরিকাঠামো তাসের ঘরের মতো ভেঙে পড়ার জন্য মোদি সরকারের দুর্নীতি এবং অপরাধমূলক অবহেলা দায়ী।' তিনি আরও লিখেছেন যে কোন কোন পরিকাঠামো এই ১০ বছরে তৈরি হয়েছে এবং সেগুলির কী পরিস্থিতি তৈরি হয়েছে।
দিল্লি বিমানবন্দরের (Indira Gandhi International Airport ) ছাদ ধস, জবলপুর বিমানবন্দরের ছাদ ধস, অযোধ্যার নতুন রাস্তাগুলির খারাপ অবস্থা, রাম মন্দিরে জলের ক্ষয় , মুম্বই ট্রান্স হারবার লিঙ্ক রোডে ফাটল, বিহারে ২০২৩ এবং২০২৪ সালে ১৩ টি নতুন সেতু ভেঙে পড়া, গুজরাতের মরবি সেতু ভেঙে পড়া, প্রগতি ময়দানের টানেল ডুবে- যাওয়া এগুলির উদাহরণ হবে দাবি করেছেন তিনি।
Corruption and criminal negligence is responsible for the collapse of shoddy infrastructure falling like a deck of cards, in the past 10 years of Modi Govt.
— Mallikarjun Kharge (@kharge) June 28, 2024
⏬Delhi Airport (T1) roof collapse,
⏬Jabalpur airport roof collapse,
⏬Abysmal condition of Ayodhya's new roads,
⏬Ram…
মল্লিকার্জুন খাড়্গে আরও লিখেছেন, '১০ মার্চ, যখন মোদিজি দিল্লি বিমানবন্দর T1 উদ্বোধন করেছিলেন, তখন তিনি নিজেকে অন্য মাটির তৈরি একজন মানুষ (Doosri mitti ka insaan) বলে অভিহিত করেছিলেন। এই সমস্ত মিথ্যা প্রশংসা এবং বিবৃতি শুধুমাত্র নির্বাচনের আগে উদ্বোধনী অনুষ্ঠান সম্পূর্ণ করার জন্য করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।' দিল্লি বিমানবন্দরের দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
শুক্রবার, ২৮ জুন সকালে দিল্লিতে ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে (airport delhi) একটি বড় দুর্ঘটনা ঘটে। বিমানবন্দরের টার্মিনাল-১-এর (delhi airport news) ছাদের একটি অংশ ভেঙে পার্ক করা একাধিক গাড়ির উপরে পড়ে। এই ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে, কয়েকজন আহত হয়েছেন। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জরাপু নিহত ও আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
পাল্টা তোপ বিজেপির:
দিল্লি বিমানবন্দরে টার্মিনাল ওয়ানের ছাদ ভেঙে পড়া নিয়ে পাল্টা কংগ্রসকে কাঠগড়ায় তুলল বিজেপি। 'দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ওয়ানের যে অংশটি ভেঙে পড়েছে সেটি চালু হয়েছিল ২০০৯ সালে। ওই সময় কেন্দ্রে ক্ষমতায় ছিল ইউপিএ সরকার। সে সময় কাজের মান নির্ধারণের কোনও ব্যবস্থা ছিল না। শাসকদল কংগ্রেসকে যে যত বেশি বখরা দিত, তারাই পেত কাজের দায়িত্ব। সনিয়া গাঁধীকেই এজন্য জবাবদিহি করতে হবে', X হ্যান্ডলে পোস্ট করে দাবি বিজেপি নেতা অমিত মালব্যর।
The part of T1 that collapsed was opened in 2009, when Congress led UPA was in power.
— Amit Malviya (@amitmalviya) June 28, 2024
In those days there was no concept of quality check and contracts were given to whoever sent the biggest kickback to the ruling Congress.
Sonia Gandhi, who was then the super PM, must answer.
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ছাদ ভাঙার পরেই ঘটনাস্থলে কেন্দ্রীয় মন্ত্রী, কেন এমন ঘটনা? কী বললেন তিনি?