Centre on Farmer Protest: কেন্দ্রের উদাসীনতার জন্যই গোটা দেশে কষ্টে আছেন কৃষকরা, ট্যুইটে তোপ মমতার
ফের কৃষক আন্দোলন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা : ফের কৃষক আন্দোলন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে তিনি লিখলেন, এটা দেখে আমার দুঃখ হয় যে, কেন্দ্রের উদাসীনতার জন্য দেশজুড়ে আমাদের কৃষক ভাইয়েরা কষ্টে আছেন। আমাদের সমাজের এঁরা মেরুদণ্ড। একসঙ্গে লড়াই করে আমরা তাঁদের কল্যাণ নিশ্চিত করব। তাঁদের অধিকার তুলে ধরাই আমাদের অগ্রাধিকার।
তিনি আরও লিখেছেন, দীর্ঘ লড়াইয়ের পর ১০ বছর আগে আজকের দিনেই পশ্চিমবঙ্গ বিধানসভায় সিঙ্গুর জমি পুনর্বাসন ও উন্নয়ন বিল ২০১১ পাস হয়েছিল। আমরা একসঙ্গে কৃষকদের অধিকার নিয়ে লড়াই করেছিলাম। এর ফলে তাঁদের জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে।
গত কয়েক মাস ধরে কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন কৃষকরা। এনিয়ে তাঁরা কেন্দ্রের সঙ্গে একাধিকবার আলোচনাও চালিয়েছেন। কিন্তু, কোনও ফল মেলেনি। সিঙ্ঘু সীমানায় কৃষকদের দীর্ঘ আবস্থানের পরও সমস্যার সুরাহা হয়নি। নিজেদের দাবিতে অনড় কৃষকরা। এদিকে দিল্লির কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রতিনিধিও পাঠিয়েছিলেন আন্দোলনকারী কৃষকদের সঙ্গে দেখা করার জন্য। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। তাই তৃণমূলের রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় প্রত্যাবর্তনের পর গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েত।
মুখ্যমন্ত্রী বলেন, ‘৭ মাস ধরে কৃষক আন্দোলন চলছে। কিন্তু জানুয়ারি মাস থেকে তাঁদের সঙ্গে কোনও কথা বলেনি কেন্দ্রীয় সরকার। আন্দোলনকারীরাও আমাদের দেশের নাগরিক। তাঁদের সঙ্গে আলোচনা করা উচিত। কৃষকরা মেনে না নিলে কোনও সিদ্ধান্ত তাঁদের উপর জোর করে চাপিয়ে দেওয়া উচিত নয়।’
তিনি আরও বলেন, ‘দেশের কৃষক আন্দোলনকে বাংলা সমর্থন করবে। এই কৃষক আন্দোলন শুধু কিছু রাজ্যের নয়, গোটা দেশের কৃষকদের জন্য। তাই সবাই মিলে সমর্থন করা উচিত। কেন্দ্রীয় সরকার এখন বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা বলছে। ৬ মাস আগে সেটা করেনি কেন? দেশজুড়ে ভ্যাকসিন আর অক্সিজেন না পেয়ে বহু মানুষ মারা গেছে।’