'গভীরভাবে শোকাহত', তাপস পালের প্রয়াণে ট্যুইটারে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বিশিষ্ট অভিনেতা ও প্রাক্তন সাংসদ তাপস পালের প্রয়াণে গভীরভাবে শোকাহত।
কলকাতা: তাপস পালের প্রয়াণে ট্যুইটারে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বিশিষ্ট অভিনেতা ও প্রাক্তন সাংসদ তাপস পালের প্রয়াণে গভীরভাবে শোকাহত। তিনি আজ ভোরে মুম্বইয়ের একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৬১ বছর। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র দাদার কীর্তি, সাহেব, ভালোবাসা ভালোবাসা, অনুরাগের ছোঁয়া, অমর বন্ধন ইত্যাদি। তিনি হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন। তাপস পাল ২০১৪ সালে কৃষ্ণনগর কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন। পশ্চিমবঙ্গ সরকার ২০১২ সালে তাঁকে বিশেষ চলচ্চিত্র পুরস্কার প্রদান করে। এছাড়া তিনি ফিল্ম ফেয়ার ও কলাকার পুরস্কার পান। তাঁর প্রয়াণে অভিনয় ও রাজনৈতিক জগতে অপূরণীয় ক্ষতি হল। প্রয়াত তাপস পালের আত্মীয় পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
Saddened & shocked to hear about the demise of Tapas Paul. He was a superstar of Bengali cinema who was a member of the Trinamool family.Tapas served the people as a two-term MP and MLA. We will miss him dearly. My condolences to his wife Nandini, daughter Sohini & his many fans
— Mamata Banerjee (@MamataOfficial) February 18, 2020
পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে স্নায়ু রোগে ভুগছিলেন এই অভিনেতা। কথা বলা ও চলা-ফেরায় সমস্যা ছিল। ১ ফেব্রুয়ারি বান্দ্রার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তিনি ভেন্টিলেশনে ছিলেন। ৬ ফেব্রুয়ারি ভেন্টিলেশন থেকে বের করা হয়। গতকাল রাতে ফের অসুস্থ হয়ে পড়েন তাপস পাল। রাত ৩টে ৩৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। ২০০৯ সালে তৃণমূলের টিকিটে জিতে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ হন।