এক্সপ্লোর
‘বাপের বাড়ি যাওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি’, বাবার হাতে খুন সদ্যোজাত মেয়ে
মুকেশ নামে বছর ছাব্বিশের এক যুবকের সঙ্গে তাঁর স্ত্রীর বাদানুবাদ হয়। স্ত্রীর অভিযোগ, সন্তান জন্মের পর তাঁর বাপের বাড়ি যাওয়ার ইচ্ছেপ্রকাশ করাতেই অশান্তি বাঁধায় স্বামী।

নয়াদিল্লি: ‘স্ত্রীর সঙ্গে অশান্তির জের’, নিজের হাতে সদ্যোজাত মেয়ের শ্বাসরোধ করে খুন করল বাবা। ঘটনাটি ঘটেছে দ্বারকার বিন্দাপুরে। মুকেশ নামে বছর ছাব্বিশের এক যুবকের সঙ্গে তাঁর স্ত্রীর বাদানুবাদ হয়। স্ত্রীর অভিযোগ, সন্তান জন্মের পর তাঁর বাপের বাড়ি যাওয়ার ইচ্ছেপ্রকাশ করাতেই অশান্তি বাঁধায় স্বামী। তারপরই মাত্র ২১ দিনের মেয়েকে নিয়ে উপরতলার একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় মুকেশ। কিছুক্ষণ পর বন্ধ ঘরের দরজা খুললে ওই মহিলা দেখেন, সদ্যোজাত সন্তান খাটের উপর অচৈতন্য অবস্থায় পড়ে আছে। তখন তাঁর স্বামীই জানায়, বাচ্চাটিকে হত্যা করেছে সে। এরপরই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। গ্রেফতার করা হয়েছে সদ্যোজাতের বাবাকে। ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে, শিশুটিকে প্রথমে শ্বাসরোধ করে, পরে জলে ডুবিয়ে মেরে ফেলা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















