এক্সপ্লোর
Advertisement
দিল্লিতে মণিপুরি মহিলার গায়ে গুটখার থুতু, করোনা বলে কটাক্ষ! এফআইআর
রবিবার রাতের ঘটনার অভিযোগ পেয়ে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৯ অনুচ্ছেদের আওতায় মামলা রুজু করেছে পুলিশ। ওই মহিলা স্থানীয় বাজারে কেনাকাটা সেরে বাড়ি ফেরার সময় ঘটনাটি ঘটে বলে অভিযোগ।
নয়াদিল্লি: ভয়ঙ্কর নোভেল করোনাভাইরাস দেশ, জাত, ধর্ম, সম্প্রদায় নির্বিশেষে প্রাণ কেড়ে নিচ্ছে। বিপন্ন, অসহায় গোটা মানবজাতি। কিন্তু তখনও একশ্রেণির মানুষের আচরণে নোংরা জাতবিদ্বেষ! এরই সাক্ষী হল উত্তর দিল্লি। সেখানে এক মাঝবয়সি ব্য়ক্তির বিরুদ্ধে এক মনিপুরি মহিলার গায়ে থুতু ছেটানোর অভিযোগ উঠেছে। তাঁর গায়ে গুটখার থুতু ফেলে তাঁকে ‘করোনা’ বলে ডেকেছে লোকটি। রবিবার রাতের ঘটনার অভিযোগ পেয়ে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৯ অনুচ্ছেদের আওতায় মামলা রুজু করেছে পুলিশ। ওই মহিলা স্থানীয় বাজারে কেনাকাটা সেরে বাড়ি ফেরার সময় ঘটনাটি ঘটে বলে অভিযোগ।
Delhi Police has registered a case under section 509 of the Indian Penal Code against a man who allegedly spat on a woman belonging to Manipur and called her "Corona" in Vijay Nagar area of north Delhi last night. pic.twitter.com/lBk88QGr8U
— ANI (@ANI) March 23, 2020
২৫ বছর বয়সি মণিপুরি মহিলার দাবি, অভিযুক্ত ব্যক্তি তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে। তিনি প্রতিবাদ করলে তাঁর গায়ে থুতু ফেলে টু-হুইলারে চেপে চলে যাওয়ার আগে ‘করোনা’ বলে ডাকে। লোকটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিসিপি (উত্তরপশ্চিম) বিজয়ান্ত আর্য। এজন্য ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। লোকটি সাদা রঙের স্কুটারে ছিল। জনৈক পুলিশ অফিসার বলেছেন, ওই মহিলা কেনাকাটা সেরে বিজয়নগরের বাড়ি ফিরছিলেন। একটা অন্ধকার জায়গায় আচমকা পঞ্চাশ ছুঁইছুঁই লোকটি তাঁকে কটূক্তি করে। তিনি প্রতিবাদ করলে থুতু ছেটানো হয়।
Am shocked to read this. Delhi Police must find the culprit and take strict action. We need to be united as a nation, especially in our fight against Covid-19 https://t.co/roMOMq2jNf
— Arvind Kejriwal (@ArvindKejriwal) March 23, 2020
এমন ঘটনার তীব্র নিন্দা করে ট্যুইট করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল দিল্লি পুলিশকে অপরাধীকে খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন। লিখেছেন, আমাদের দেশ হিসাবে একজোট হতে হবে, বিশেষত কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement