মন কি বাত: অযোধ্যা-রায়ের সময়ে দেশবাসীকে শান্তি বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
‘মন কি বাত’ অনুষ্ঠানের বার্তায় মোদি এবারও মহিলাদের সম্মান ও দীপাবলিতে মহিলাদের ক্ষমতায়ণের বিষয়টি উল্লেখ করেন।
নয়াদিল্লি: দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানানোর পাশাপাশি অযোধ্যা মামলা রায়ের সময়ে শান্তি বজায় রাখার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘মন কি বাত’ অনুষ্ঠানের বার্তায় মোদি এবারও মহিলাদের সম্মান ও দীপাবলিতে মহিলাদের ক্ষমতায়ণের বিষয়টি উল্লেখ করেন। এক নজরে দেখে নেওয়া যাক প্রধানমন্ত্রীর বক্তব্যের উল্লেখযোগ্য দিকগুলি--
অযোধ্যা মামলার রায়- মোদি স্মরণ করেন, ২০১০ সালের সেপ্টেম্বর মাসে যখন এলাহাবাদ হাইকোর্ট রাম জন্মভূমি নিয়ে রায়ের সময় বিভিন্ন গোষ্ঠী পরিস্থিতিকে নিজেদের ফায়দার জন্য ব্যবহার করার চেষ্টা চালিয়েছিল। কিন্তু, যখন রায় বের হল, বিভিন্ন সামাজিক গোষ্ঠী, সন্ত এবং বিভিন্ন ধর্মীয় নেতাদের থেকে শুরু করে সমগ্র ভারতবাসী-- বিচারবিভাগের সিদ্ধান্তকে সম্মান করেছিল এবং তাতে দেশের ঐক্যবদ্ধতা উঠে এসেছিল। প্রসঙ্গত, আগামী মাসেই অযোধ্যা মামলার রায় দিতে চলেছে সুপ্রিম কোর্ট।
স্ট্যাচু অফ উইনিটি- মোদি জানান, এই ফলে ওই এলাকায় পর্যটন বৃদ্ধি পেয়েছে। এখনও পর্যন্ত ২৬ লক্ষ পর্যটক স্ট্যাচু অফ ইউনিটি দর্শন করেছেন বলেও জানান প্রধানমন্ত্রী। মোদি যোগ করেন, স্ট্যাচু অফ ইউনিটি এখন গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাঁর আশা, আগামী এক বছরের মধ্যে ওই এলাকাটি বিশ্বখ্যাত পর্যটন কেন্দ্র হয়ে উঠবে।
সর্দার পটেলকে শ্রদ্ধা- প্রধানমন্ত্রী বলেন, আসুন সকলে মিলে একতার মনোভাবকে তুলে ধরি, ঠিক যেমনটা সর্দার পটেল চেয়েছিলেন। হায়দরাবাদ ও জুনাগড়ের মতো বড় জায়গাগুলিকে ঐক্যবদ্ধ করতে সর্দার পটেলের ভূমিকা আমরা সকলেই জানি। তবে, উনি লক্ষদ্বীপের মত ছোট জায়গাগুলিকেও ঐক্যবদ্ধ করেছিলেন।
গুরু নানককে স্মরণ- আগামী নভেম্বর মাসে গুরু নানকের ৫৫০তম জন্মজয়ন্তী পালন করা হবে। তাঁর বাণী ও আদর্শ ভারতের সীমা ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। নানকজির থেকে আমরা সেবার গুরুত্ব শিখেছি।
দীপাবলি- মোদি জানান, এধন দীপাবলি বিশ্বব্যাপী উৎসবে পরিণত। বিশ্বের দরবারে উৎসব-পর্যটনের একটা আলাদা মাহাত্ম্য রয়েছে।