এক্সপ্লোর
বলিউড এমন সব প্রতিভা নষ্ট করেছে, বিদেশে জন্মালে যাঁরা শ্রেষ্ঠ অভিনেতা হতেন, স্বজনপোষণ বিতর্কে বললেন মনোজ বাজপেয়ী
কম বাজেটের ছবির এখানে ভালভাবে বিজ্ঞাপন হয় না, ভাল ব্যবসা করতে শুরু করলেই হল থেকে নামিয়ে নেওয়া হয়।
![বলিউড এমন সব প্রতিভা নষ্ট করেছে, বিদেশে জন্মালে যাঁরা শ্রেষ্ঠ অভিনেতা হতেন, স্বজনপোষণ বিতর্কে বললেন মনোজ বাজপেয়ী Manoj Bajpayee joins nepotism debate, This industry has wasted talent, in another country they would have been best actors বলিউড এমন সব প্রতিভা নষ্ট করেছে, বিদেশে জন্মালে যাঁরা শ্রেষ্ঠ অভিনেতা হতেন, স্বজনপোষণ বিতর্কে বললেন মনোজ বাজপেয়ী](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/25161330/manoj-bajpayee.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: বলিউড মাঝারিয়ানার ধারক ও বাহক। সত্যিকারের প্রতিভাদের অবজ্ঞা করে তারা। বললেন ভারতীয় সিনেমার অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা মনোজ বাজপেয়ী। সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার পর ফের স্বজনপোষণ নিয়ে ছবির জগতে বিতর্ক তীব্র হয়েছে।
সুশান্ত নিজে বারবার বলেছেন, বাইরের একজন হিসেবে এই বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করা কতটা কঠিন। এবার মনোজ এক সাক্ষাৎকারে বলেছেন, ২০ বছর ধরে তিনি বলে আসছেন, বলিউড মাঝারিয়ানা উদযাপন করে। শুধু বলিউডই কেন, গোটা দেশই তো মাঝারিয়ানার পক্ষপাতী। আমাদের মূল্যবোধ, চিন্তাধারাতেই বিরাট কিছু খামতি রয়েছে। প্রতিভা দেখলেই আমরা তখনই তা অবজ্ঞা করার চেষ্টা করি বা এক পাশে ঠেলে দিই। এই মূল্যবোধ ঘৃণাযোগ্য।
সুশান্তের সঙ্গে সোনচিড়িয়া-য় কাজ করেছেন মনোজ। তাঁর বক্তব্য, যদি বলিউড নিজেকে পালটাতে না পারে, তবে মানুষের শ্রদ্ধা কোনওদিন পাবে না। এই ইন্ডাস্ট্রি প্রতিভা নষ্ট করে। এখানে যাঁরা নিজেদের প্রাপ্য পেলেন না, অন্য দেশে জন্মালে তাঁরা বিশ্বের সেরা অভিনেতা অভিনেত্রী হিসেবে গণ্য হতেন। কিন্তু তাতে আমাদের কী। প্রথমত, প্রতিভা না থাকলেও কাজ পেতে গেলে প্রচণ্ড ভাগ্যবান হতে হয়। এটাই এই ইন্ডাস্ট্রির ধরন। কাউকে দোষ তিনি দিচ্ছেন না, তিনিও এই বলিউডের অংশ। কম বাজেটের ছবির এখানে ভালভাবে বিজ্ঞাপন হয় না, ভাল ব্যবসা করতে শুরু করলেই হল থেকে নামিয়ে নেওয়া হয়।
মনোজ নিজে কীভাবে টিকে গেলেন এখানে? তিনি জানিয়েছেন, তাঁর গায়ে গন্ডারের চামড়া, মানসিকতাও ভিন্ন। তাই টিকে রয়েছেন এখনও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)