Red Fort Blast: ব্যস্ত সময়ে লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, মৃত বেড়ে ১১, গুরুতর আহত ৩০ জন!
Red Fort Massive Blast: ৩টি গাড়িতে আগুন। লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে এই বিস্ফোরণ ঘটে বলে খবর
LIVE

Background
নয়াদিল্লি: লাল কেল্লার কাছে বিরাট বিস্ফোরণ। ৩টি গাড়িতে আগুন। লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে এই বিস্ফোরণ ঘটে বলে খবর। সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, একাধিকের মৃত্যুর খবর শোনা গিয়েছে। বেশ কয়েকজন জখম হয়েছে বলে খবর। প্রাথমিকভাবে অনুমান, রাজধানীতে কোনও জঙ্গি সংগঠন এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে, এমনটাই সন্দেহ করছে পুলিশ কর্তারা, খবর সূত্রের। ইতিমধ্যেই ওই বিস্ফোরণের এলাকায় পৌঁছেছে এনএসজি এবং এনআইএ পৌঁছেছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছে। ইতিমধ্যেই হাই সিকিউরিটি অ্যালার্ট জারি হয়েছে দিল্লিজুড়ে।
জানা গিয়েছে, এদিন সন্ধ্যে ৭টার কিছু আগে এই বিস্ফোরণটি ঘটে। মেট্রো স্টেশনের ১ নং গেটের কাছের একটি গাড়িতে প্রথমে বিরাট বিস্ফোরণ হয়। পাশাপাশি থাকা গাড়িগুলোতেও আগুন লেগে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে ১০টি দমকলের ইঞ্জিন। কেন এই বিস্ফোরণটি হল, নেপথ্যে কারা? ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। এর পিছনে নাশকতার ছক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মেট্রো স্টেশনের পার্কিং লটে দাঁড়িয়ে থাকা গাড়িতে প্রথমে এই বিস্ফোরণটি ঘটে। কীভাবে বিস্ফোরণ হয় নিয়েও এখনও ধোঁয়াশা। রাজধানীর সর্বত্র শুরু হয়েছে চিরুনি তল্লাশি। আর কোথাও কোনও বিস্ফোরক আছে কি না তা খুঁজে দেখা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়ে, এই বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বাড়ি দোকানের জানলার কাচ ভেঙে যায়। তীব্রতার জেরে ঘরবাড়ি প্রায় কেঁপে ওঠে।
Red Fort Blast: দিল্লির লালকেল্লার বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ ইরানের
দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের ঘটনায় মৃত ১১, আহত ৩০-এরও বেশি সাধারণ মানুষ। ঘটনায় শোকপ্রকাশ ইসলামিক রিপাবলিক অফ ইরানের।
The Embassy of the Islamic Republic of Iran in India expresses its deep sorrow over the loss of lives and injuries of several Indian citizens in the car blast incident in Delhi, and extends its sincere condolences to the Government and the people of the Republic of India.
— Iran in India (@Iran_in_India) November 10, 2025
The…
Red Fort Blast: লালকেল্লার বিস্ফোরণ কি নাশকতা?
দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণে একাধিক জনের মৃত্য়ু হয়েছে। লালকেল্লার বিস্ফোরণ কি নাশকতা? সূত্রের দাবি, প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান তদন্তকারীদের। লালকেল্লার বিস্ফোরণের সঙ্গে ফরিদাবাদ মডিউলের যোগ থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। সূত্রের খবর, তাই ধৃত দুই চিকিৎসককে জেরা করা হচ্ছে।






















