Mayur Shelkhe : জীবন বাজি রেখে বাঁচিয়ে ছিলেন শিশুকে, পুরস্কার মূল্যের অর্ধেক দিলেন তাকেই
গত ১৭ এপ্রিল মহারাষ্ট্রের ভানগানি স্টেশনে কোনওভাবে রেললাইনে পড়ে যায় ৬ বছরের এক শিশু। কিছু বুঝে ওঠার আগেই দেখা যায় দুরন্ত গতিতে ট্রেন ছুটে আসছে ওই লাইন দিয়ে। জীবন বাজি রাখে দেবদূতের মতো ওই শিশুকে উদ্ধার করেন রেলের 'পয়েন্টস ম্যান' ময়ূর। পরে রেলকর্মীর এই অসীম সাহসের ভিডিয়ো প্রকাশ করে রেলমন্ত্রক। নিমেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো।
মুম্বই : একটা মহৎ কাজের জন্য আজ তিনি সমাজের সর্বস্তরের মানুষের কাছে বীরত্বের সম্মান পাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় শেলকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেতা থেকে অভিনেতারা। নেটাগরিক থেকে শুরু করে বিশিষ্ট মানুষজন, স্যালুট জানাচ্ছেন তাঁকে। পুরস্কারও পাচ্ছেন। ময়ূর শেলকে। রেলের এই পয়েন্টসম্যান এত সবের পরেও নিজের মহানুভবতার পরিচয় দিলেন আরেকবার। রেলমন্ত্রক জানিয়েছিল, বীরত্বের স্বীকৃতি স্বরূপ পঞ্চাশহাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হবে তাঁকে। আর ময়ূর শেলকে জানালেন, তাঁর পুরস্কার মূল্যের অর্ধেক তিনি ওই শিশুটিকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার পড়াশোনা এবং অন্যান্য কাজে লাগবে ওই টাকা।
৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণার পরে রেলমন্ত্রী পীযূষ গয়াল টুইটে লিখেছিলেৃন, 'ময়ূরের কাজের সঙ্গে কোনও পুরস্কার বা টাকার তুলনা হয় না। তবে তার মানবিক কাজকে উৎসাহ দেওয়ার জন্যই এই পুরস্কার।' আর ময়ূর জানালেন, তিনি জানতে পেরেছেন, ওই শিশুর পরিবার আর্থিক ভাবে স্বচ্ছন্দ নয়। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, পুরস্কারমূল্যের অর্ধেক দিয়ে দেওয়ার।
গত ১৭ এপ্রিল মহারাষ্ট্রের ভানগানি স্টেশনে কোনওভাবে রেললাইনে পড়ে যায় ৬ বছরের এক শিশু। কিছু বুঝে ওঠার আগেই দেখা যায় দুরন্ত গতিতে ট্রেন ছুটে আসছে ওই লাইন দিয়ে। জীবন বাজি রাখে দেবদূতের মতো ওই শিশুকে উদ্ধার করেন রেলের 'পয়েন্টস ম্যান' ময়ূর। পরে রেলকর্মীর এই অসীম সাহসের ভিডিয়ো প্রকাশ করে রেলমন্ত্রক। নিমেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো।
পরবর্তীকালে যা নিয়ে টুইট করেন নেতা থেকে অভিনেতারা। বাদ যাননি শিল্পপতি এমনকী পুলিশ আধিকারিকরাও। ময়ূরের এই বীরগাথার প্রশংসায় পঞ্চমুখ হন বলিউডের অভিনেতা আর মাধবন। টুইটারে তিনি লেখেন, 'ময়ূর শেলকেজি, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আপনি বাস্তব জীবনের হিরো। আপনাকে কোটি কোটি প্রণাম। ঈশ্বর আপনাকে ও আপনার পরিবারকে সুখী রাখুন।'
রেলকর্মীর এই বীরত্ব নিয়ে লেখেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। টুইটারে তিনি লেখেন, 'আমি শেলকের নিঃস্বার্থ ও ব্যতিক্রমী বীরত্বকে স্যালুট জানাই। ময়ূর আপনার বীরগাথা আমাদের সবাইকে অনুপ্রেরণা জোগাবে।'
এদিকে ঘটনার পর থেকেই বদলে গেছে ময়ূরের জীবন। সমাজের নানা স্তর থেকে আসছে প্রশংসা। ময়ূরের এই বীরত্বে গর্বিত তাঁর সহকর্মীরাও। ইতিমধ্যেই সেন্ট্রাল রেলওয়ে অফিসে হাততালি দিয়ে ময়ূরকে অভিবাদন জানিয়েছেন স্টাফরা। বীরত্বের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা দেওয়া হয়েছে তাঁকে। রেলকর্মীর এই কাজে গর্বিত রেলমন্ত্রকও।