এক্সপ্লোর
Advertisement
অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবেন না, কাশ্মীর নিয়ে তুরস্ক প্রেসিডেন্টের মন্তব্যে আপত্তি জানাল দিল্লি
বিদেশ মন্ত্রক বলেছে, তুরস্ক সরকারের কাছে আমাদের অনুরোধ, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা করবেন না। বরং পাকিস্তানে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা সন্ত্রাসবাদ যে ভারতের পক্ষে বিপদ, তা বোঝার চেষ্টা করুন।
নয়াদিল্লি: কাশ্মীর প্রসঙ্গে তুরস্ক যেভাবে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তাতে আপত্তি জানাল দিল্লি। তুরস্কর প্রেসিডেন্টের যাবতীয় মন্তব্য খারিজ করে তারা জানিয়েছে, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, তুরস্ক যেন নাক গলানোর চেষ্টা না করে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এর্দোগান ২ দিনের সফরে পাকিস্তানে গিয়েছেন। গতকাল তিনি পাক পার্লামেন্টে বলেন, কাশ্মীর প্রশ্নে ইস্তান্বুল ইসলামাবাদের পাশে থাকবে। কাশ্মীর পাকিস্তানের কাছে যতটা গুরুত্বপূর্ণ, তুরস্কের জন্যও ঠিক ততটা। এর্দোগানের মন্তব্য খারিজ করে দিয়েছে ভারত। বিদেশ মন্ত্রক বলেছে, তুরস্ক সরকারের কাছে আমাদের অনুরোধ, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা করবেন না। বরং পাকিস্তানে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা সন্ত্রাসবাদ যে ভারতের পক্ষে বিপদ, তা বোঝার চেষ্টা করুন।
Ministry of External Affairs (MEA): We call upon the Turkish leadership to not interfere in India's internal affairs and develop proper understanding of the facts, including the grave threat posed by terrorism emanating from Pakistan to India and the region. https://t.co/6J8i5v7Pyi
— ANI (@ANI) February 15, 2020
পাক প্রধানমন্ত্রী ইমরান খান, ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কাইসার ও সেনেট প্রধান সাদিক সঞ্জরানি পার্লামেন্টে এর্দোগানকে অভ্যর্থনা জানান। এর্দোগান শেষ পাকিস্তানে আসেন ২০১৬-য়। তখনও পার্লামেন্টে বক্তৃতা দেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
আন্তর্জাতিক
খবর
Advertisement