কাশ্মীরে বাহিনীর সঙ্গে সংঘর্ষ, খতম ৩ জঙ্গি, নিহত এক সেনা জওয়ান
খতম হওয়া তিন জঙ্গিদের মধ্যে একজন হিজবুল মুজাহিদিনের শীর্ষ নেতা ওসামা।

জম্মু: জম্মু ও কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম তিন জঙ্গি। নিহত এক জওয়ানও। সেনাবাহিনী সূত্রে খবর, শনিবার রামবান জেলার বালোট অঞ্চলে টেরিটোরিয়াল আর্মির ছাউনিতে গ্রেনেড ও রাইফেল নিয়ে হামলা চালায় অন্তত পাঁচ জঙ্গি। জওয়ানরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে জঙ্গিরা সেখান থেকে পালিয়ে কিছুটা দূরে বাগলিহার বাঁধের কাছে জম্মু-কিশতোয়ার জাতীয় সড়কের ধারে এক সাধারণ নাগরিকের বাড়িতে জোর করে ঢুকে পড়ে। বাড়িটি ঘিরে ফেলে সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন্স গ্রুপ দিয়ে গঠিত যৌথবাহিনী। দুপক্ষের মধ্যে লাগাতার গুলিবর্ষণ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত, অন্তত তিন জঙ্গি খতম হয়েছে। বাকি দুজন সেখান থেকে পালিয়ে জঙ্গলে গা-ঢাকা দিয়েছে। জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে নিহত হয়েছেন এক সেনা জওয়ানও। আহত হয়েছেন আরও তিনজন। পরে, বাড়ির সদস্যদের উদ্ধার করে আনে নিরাপত্তাবাহিনী। বাকি ২ জঙ্গিদের খোঁজ চলছে। খতম হওয়া তিন জঙ্গিদের মধ্যে একজন ওসামা, জঙ্গিগোষ্ঠী হিজবুল মুজাহিদিনের শীর্ষ নেতা। বাকি ২ জন হল জাহিদ ও ফারুখ। ২০১৮ সালের নভেম্বরে বিজেপি নেতা অনিল পারিহার ও তাঁক ভাইকে হত্যার ঘটনায় জড়িত ছিল ওসামা। এছাড়া, এপ্রিল মাসে আরএসএস নেতা চন্দ্রকান্ত শর্মা ও তাঁর নিরাপত্তা আধিকারিককে হত্যার নেপথ্যেও প্রত্যক্ষ ভূমিকা ছিল ওসামার। এছাড়া, কিশতোয়ারে অস্ত্র ছিনতাই সহ একাধিক নাশকতামূলক ঘটনার সঙ্গেও জড়িত ছিল ওসামা। তাঁর মাথার ওপর কয়েক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল সরকার। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানান, গুলি বিনিময়ের সময় মারা গিয়েছেন সেনার জওয়ান নায়েক রাজিন্দার সিংহ। তিনি জয়সলমেরের বাসিন্দা। ২ পুলিশকর্মীও আহত হয়েছেন। ওই বাড়ি থেকে প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে বাহিনী।






















