Ireland Racist Attack: অকথ্য ভাষায় গালি, সেই সঙ্গে মারধর, আঘাত করা হল যৌনাঙ্গেও, আয়ারল্যান্ডে বর্ণবিদ্বেষের শিকার ৬ বছরের ভারতীয় মেয়ে
Indian Girl Assaulted in Ireland: বেশ কিছু দিন ধরেই আয়ারল্যান্ডে প্রবাসী ভারতীয়দের হেনস্থার শিকার হতে হচ্ছে।

নয়াদিল্লি: আয়ারল্যান্ডে এবার একরত্তি ভারতীয় মেয়েকে নিগ্রহ। বাড়ির বাইরেই অকথ্য অত্যাচার মেয়েটির উপর। তার যৌনাঙ্গেও আঘাত করা হয় বলে অভিযোগ। সেই সঙ্গে বলা হয়, ‘গো ব্যাক টু ইন্ডিয়া’। আয়ারল্যান্ড থেকে লাগাতার ভারতীয়দের হেনস্থার খবর উঠে আসছে, তাতেই এবার নয়া সংযোজন এই ঘটনা। (Indian Girl Assaulted in Ireland)
বেশ কিছু দিন ধরেই আয়ারল্যান্ডে প্রবাসী ভারতীয়দের হেনস্থার শিকার হতে হচ্ছে। এই প্রথম কোনও শিশুকে সেখানে বর্ণ ও জাতি বিদ্বেষের শিকার হতে হল। ওয়াটারফোর্ড এলাকায় ছ’বছরের একটি মেয়েকে নিগ্রহ করা হয়। জানা গিয়েছে, বাড়ির বাইরে মেয়েটিকে ঘিরে ধরে একদল ছেলে। তাকে লক্ষ্য করে ‘গো ব্যাক টু ইন্ডিয়া’ বলে চেঁচায় তারা। মেয়েটিকে মারধরও করা হয়, তার যৌনাঙ্গে আঘাত করা হয়। (Ireland Racist Attack)
গত ৪ অগাস্ট, সোমবার বিকেলে মেয়েটিকে নিগ্রহ করা হয়। বাড়ির বাইরে বন্ধুদের সঙ্গে খেলছিল সে। মেয়েটির মা জানিয়েছেন, মেয়েকে বাড়ির বাইরে খেলা করতে দেখছিলেনই তিনি। সেই সময়ই ১০ মাস বয়সি ছোট্ট ছেলে জেগে ওঠে, কাঁদতে শুরু করে। তাকে খাওয়াতে ছুটে যান তিনি। আর সেই সময়ই ওই ঘটনা ঘটে।
মেয়েটির মা জানিয়েছেন, ১২ থেকে ১৪ বছর বয়সি কিছু ছেলে এবং আট বছরের একটি মেয়েও হঠাৎই চড়াও হয়। কয়েক মিনিট পর ভীত-সন্ত্রস্ত অবস্থায় বাড়িতে ঢোকে মেয়ে। তাঁকে দেখে কাঁদতে শুরু করে। এত ভয় পেয়েছিল যে কথাও বলতে পারছিল না ঠিক করে।
মেয়ের এক বন্ধুর কাছ থেকেই তিনি গোটা ঘটনা জানতে পারেন বলে Irish Mirror-কে জানিয়েছেন ওই মহিলা। তিনি জানিয়েছেন, সাইকেলে চেপে তাঁর মেয়েকে ঘিরে ধরা হয়। মুখেও আঘাত করা হয়। সেই সঙ্গে যৌনাঙ্গে আঘাত করে। কুকথাও ছুড়ে দেওয়া হয় ছোট্ট মেয়েটিকে লক্ষ্য করে।
মেয়েটির মা বলেন, “ও আমাকে বলেছে, পাঁচজন মুখে ঘুষি মেরেছে। একটি ছেলে সাইকেলের চাকা দিয়ে যৌনাঙ্গ চেপে ধরে। ঘাড়েও কিল মারা হয়। চুলের মুঠি ধরে টেনে ধরে দলটি। শরীরে আঘাত স্পষ্ট বোঝা যাচ্ছে। গালিগালাজের সঙ্গে ‘ডার্টি ইন্ডিয়ান’, ‘গো ব্যাক টু ইন্ডিয়া’র মতো কুকথা বলা হয় মেয়েকে।”
মেয়েটির মা জানিয়েছেন, তিনি পেশায় নার্স। গত আট বছর ধরে আয়ারল্যান্ডে রয়েছেন। এ বছর জানুয়ারি মাসেই কিলবারি থেকে ওয়াটারফোর্ডে সরে আসেন তাঁরা। সম্প্রতি আয়ারল্যান্ডের নাগরিকত্বও গ্রহণ করেছেন। কিন্তু এই ঘটনার পর আর নিরাপদ বোধ করছেন না আয়ারল্যান্ডে। তিনি বলেন, “নিজের বাড়ির সামনে এই ঘটনা ঘটল। মেয়েকে রক্ষা করতে পারলাম না। এর পর আর ও খেলতে বেরোবে বলে মনে হয় না। এমন ঘটতে পারে বলে কল্পনাও করতে পারিনি। পরে ওই ছেলেমেয়ের দলটিকে আমিও দেখতে পাই। আমাকে দেখে হাসছিল ওরা।”
ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। জানিয়েছেন, তিনি কারও শাস্তি চান না। কিন্তু কাউন্সেলিংয়ের প্রয়োজন রয়েছে। তাঁর কথায়, “কর্মীদের শুন্যস্থান পূরণ করতেই এখানে এসেছি আমরা।আমরা পেশাদার, সমস্ত সার্টিফিকেট রয়েছে। এখানে আসাও কম ঝক্কির নয়। আমরা কেউ যোগ্যতা ছাড়া আসিনি এখানে। আমরা সকলেই প্রশিক্ষিত। সরকারের আমাদেরকে প্রয়োজন।”
বেশ কিছু দিন ধরেই আয়ারল্যান্ডে ভারতীয়দের উপর বিদ্বেষমূলক আচরণ বেড়ে গিয়েছে। গত মাসেই সেখআনে ৪০ বছরের এক ভারতীয় যুবককে মারধরের পর অর্ধনগ্ন করে ঘোরানো হয়। ১৯ জুলাই থেকে তিনটি এমন ঘটনা সামনে এসেছে।






















