এক্সপ্লোর
Advertisement
বহু দশক বাদে বিহারের গ্রাম থেকে মাউন্ট এভারেস্ট দেখা গেল, প্রকাশ্যে ছবি
মানুষের রুটি-রুজি, আয়ের রাস্তা বন্ধ হতে বসেছে, প্রচুর মানুষ কাজ হারাবেন বলে আশঙ্কা, অভিযোগের মধ্যে তার ভাল দিক হিসাবে বলা হচ্ছে, যানবাহন চলাচল অনেক কমার ফলে পরিবেশ দূষণও কমেছে, বাতাসের গুণমান অনেক ভাল হয়েছে।
নয়াদিল্লি: করোনাভাইরাস সংক্রমণ রোধে লকডাউন লাগাতার চলতে থাকায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। মানুষের রুটি-রুজি, আয়ের রাস্তা বন্ধ হতে বসেছে, প্রচুর মানুষ কাজ হারাবেন বলে আশঙ্কা, অভিযোগের মধ্যে তার ভাল দিক হিসাবে বলা হচ্ছে, যানবাহন চলাচল অনেক কমার ফলে পরিবেশ দূষণও কমেছে, বাতাসের গুণমান অনেক ভাল হয়েছে।
हम सीतामढ़ी जिले के अपने गाँव #सिंहवाहिनी में अपने छत से #MtEverest देख सकते हैं आज। प्रकृति खुद को संतुलित कर रही है। नेपाल के नज़दीक वाले पहाड़ तो बारिश के बाद साफ मौसम में कभी कभी दिख जाते थे। असल हिमालय के दर्शन अपने गाँव से आज पहली बार हुए।#NatureisBalancing@KashishBihar pic.twitter.com/Ss3UHAzxWN
— Ritu Jaiswal (@activistritu) May 4, 2020
কথাটা যে সত্যি, প্রত্যক্ষ অভিজ্ঞতা হল বিহারের সিংওয়াহিনী গ্রামের বাসিন্দাদের। তাঁরা সোমবার বেশ কয়েক দশক বাদে নিজেদের বাড়ির ছাদ থেকে মাউন্ট এভারেস্ট পর্বত দেখেছেন বলে জানিয়েছেন। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মুখিয়া রীতু জয়সওয়াল এভারেস্ট দর্শনের ছবি শেয়ার করে তিনি ট্যুইট করেছেন, প্রকৃতি নিজেই নিজের ভারসাম্য ঠিক করে নিচ্ছে। মজা করে একজন ট্যুইটারে প্রতিক্রিয়া দিয়েছেন, এটাই তো লকডাউনের ইতিবাচক ফল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement