Mumbai News: মুম্বইয়ে যুবতীকে ধর্ষণ, গোপনাঙ্গে ব্লেড-পাথর ! গ্রেফতার অটোচালক
Mumbai Woman Attacked Case: মুম্বইয়ের সমুদ্র সৈকতে ছিল রাত্রি যাপনের প্ল্যান, অটোতে চাপার পর যা হল যুবতীর সঙ্গে...

মুম্বই: যুবতীকে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠল মুম্বইয়ে। ধর্ষিতার গোপনাঙ্গে অস্ত্রোপচারের ব্লেড আর পাথর প্রবেশ করানোর অভিযোগ ! ভয়াবহ ঘটনা মুম্বইয়ে। মুম্বই পুলিশ সূত্রে খবর, ধর্ষণের অপরাধে গ্রেফতার করা হয়েছে এক অটোচালককে।
মুম্বই পুলিশ সূত্রে খবর, বছর ২০ এর যুবতীকে অটোরিকশায় করে আনছিল চালক। পথেই ওই যুবতীকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপরে অচৈতন্য অবস্থায় ওই যুবতীকে একটি মন্দিরে নিয়ে এসে, ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত ওই অটোচালক। এরপর ওই যুবতীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে, তাঁর শরীর থেকে বের করা হয় অস্ত্রোপচারের ব্লেড আর পাথর ।
এই ঘটনায় ডিসিপি স্মিতা পাটিল বলেন, ধর্ষণের এই মামলাটি ওই অটোচালকের বিরুদ্ধে দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই তাঁকে হেফাজতে আনা হয়েছে বলে খবর। শুরু হয়েছে তদন্ত। সূত্র মারফত খবর, নির্যাতিতা মুম্বইয়েরই বাসিন্দা। তিনি ওই অভিযুক্ত অটোচালকের সঙ্গে মুম্বইয়ের সমুদ্র সৈকতে গিয়েছিলেন। পরিকল্পনা ছিল, একসঙ্গে রাত কাটাবেন। কিন্তু এরপরেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। অটোচালক, ওই যুবতীকে ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ।
সম্প্রতি বাংলার বুকে একের পর এক ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এসেছে। আরজি কর কাণ্ডের রায়ের দিনেই প্রকাশ্যে এসেছিল ভয়াবহ অভিযোগ। বাসন্তীতে নাবালিকা ধর্ষণ-খুনের অভিযোগে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। ১২ দিন ধরে নিখোঁজ ছিল কিশোরী। পুলিশের দাবি, নিখোঁজ হওয়ার দিনই খুনের ঘটনা ঘটেছিল। বাড়ির কাছে চাষের জমি থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল। এই নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক চাপানউতোর। বিজেপির কটাক্ষ, এই রাজ্যে অপরাধীরা TMC-র ভোটার, তাই এত বাড়বাড়ন্ত। পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল।
আরও পড়ুন, মহাকুম্ভে গিয়ে সন্ন্যাস নিলেন অভিনেত্রী মমতা কুলকার্ণী
আর জি কর মেডিক্যালের তরুণী চিকিৎসককে, ধর্ষণ-খুনের মামলায় সাজা ঘোষণার দিনেই, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থেকে সামনে এসেছে । নাবালিকাকে ধর্ষণ, খুনের পর মাটিতে পুঁতে দেওয়ার চাঞ্চল্য়কর অভিযোগ। পরিবারের দাবি, ৯ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল অষ্টম শ্রেণির ছাত্রী। নিখোঁজ হওয়ার আগে বছর ১৫-র কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দুই যুবক।তারাই নাবালিকাকে ধর্ষণ করে খুন করে বলে অভিযোগ। ১২ দিন পর, সোমবার বাড়ির কাছে ধানখেত থেকে উদ্ধার হয় অষ্টম শ্রেণির ছাত্রীর বিবস্ত্র দেহ। নাবালিকার মায়ের দাবি, সন্দেহ এড়াতে অভিযুক্তরাও নাবালিকাকে খুঁজতে শুরু করে। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে, বুদ্ধদেব সর্দার ও দীপেন কয়াল নামে ২ জনকে গ্রেফতার করেছে বাসন্তী থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান,নাবালিকাকে খুন করে, দেহ পুঁতে দেওয়া হয় ধান খেতে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
