ভারতের মুসলিমরা ‘সবচেয়ে সুখী’: আরএসএস প্রধান মোহন ভাগবত
তিনি জানান, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ ভারতে আশ্রয় চায়, কারণ, এদেশে ‘হিন্দু সংস্কৃতি’ রয়েছে।
ভূবনেশ্বর: ভারতে বসবাসকারী মুসলিমরা ‘সবচেয়ে সুখী’। এমনটাই দাবি করলেন রাষ্ট্রীয় স্বয়মসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। তিনি জানান, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ ভারতে আশ্রয় চায়, কারণ, এদেশে ‘হিন্দু সংস্কৃতি’ রয়েছে। ভূবনেশ্বরে একটি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সঙ্ঘ প্রধান বলেন, ভারতে মুসলিমরা সবচেয়ে সুখী। কেন? কারণ, আমরা হিন্দু। ভাগবত জানান, যখনই কোনও দেশ সঠিক রাস্তা হারিয়ে দিকভ্রান্ত হয়ে পড়ে, তারা ভারতে আসে সত্যের সন্ধানে। ইহুদিদের যখন বিতাড়িত করা হচ্ছিল, ভারত একমাত্র দেশ, যে তাদের আশ্রয় দিয়েছিল। একইভাবে, পার্সিরা এখানে নিরাপদেই নিজেদের ধর্ম পালন করেন। সরসঙ্ঘচালকের মতে, হিন্দু কোনও ভাষা, প্রদেশ বা দেশের নাম নয়। এটা একটা সংস্কৃতি। সেই সংস্কৃতি যা এদেশে বসবাসকারীদের ঐতিহ্য। একইভাবে, গণপিটুনি নিয়েও এদিন মুখ খোলেন ভাগবত। বলেন, গণপিটুনি এদেশের সংস্কৃতি নয়। ভারতীয় সমাজকে কলঙ্কিত করতেই ঘটছে গণপ্রহার। এমনকী, গণপিটুনির মতো ঘটনাকে ভারতের কাছে ভিনগ্রহের বাসিন্দা বলেও আখ্যা দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান। একইসঙ্গে দেশের নারীদের সুরক্ষা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ভগবত বলেন, বর্তমানে পরিবার কিংবা সমাজ, কোথাও নিরাপদ নন মহিলারা। সরসঙ্ঘচালকের পরামর্শ, প্রয়োজন অনুযায়ী আর্থিক বিকাশের লক্ষ্য ঠিক করা উচিত সরকারের।