এক্সপ্লোর
Advertisement
কোনও ব্যক্তি, পরিবার নয়, আমি অনুগত কংগ্রেসের আদর্শের প্রতি, সাসপেন্ড হওয়ার পরদিন বললেন সঞ্জয় ঝা
আজও তিনি গাঁধী-নেহরু ঘরানার আদর্শে আস্থাশীল, যা কংগ্রেসের ভিতর থেকে ক্রমশঃ হারিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। জানিয়েছেন, দলের পুনরুজ্জীবনের জন্য মৌলিক প্রশ্ন, বিষয়গুলি তিনি উত্থাপন করে যাবেন। ট্যুইটে সঞ্জয় এও মন্তব্য করেছেন, লড়াইটা তো সবে শুরু হল।
মু্ম্বই: দলবিরোধী কার্যকলাপের অভিযোগে কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়ার পর তিনি কোনও ব্যক্তি বা পরিবার নয়, এখনও দলের আদর্শের প্রতিই অনুগত বলে জানিয়ে দিলেন সঞ্জয় ঝা। সচিন পায়লটের ‘বিদ্রোহে’র মতো ইস্যুগুলি কংগ্রেস নেতৃত্ব যেভাবে সামলানোর চেষ্টা করছে, প্রকাশ্যে তার সমালোচনা করেছেন সঞ্জয়। আজও তিনি গাঁধী-নেহরু ঘরানার আদর্শে আস্থাশীল, যা কংগ্রেসের ভিতর থেকে ক্রমশঃ হারিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। জানিয়েছেন, দলের পুনরুজ্জীবনের জন্য মৌলিক প্রশ্ন, বিষয়গুলি তিনি উত্থাপন করে যাবেন। ট্যুইটে সঞ্জয় এও মন্তব্য করেছেন, লড়াইটা তো সবে শুরু হল।
My loyalty is to the Congress ideology. My fidelity is not to any individual or family.
I remain a Gandhi-Nehruvian idealist ( a vanishing breed within Congress). I will continue to raise issues that are fundamental to the resurgence of my party.
The battle has just begun.
— Sanjay Jha (@JhaSanjay) July 15, 2020
মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান বালাসাহেব থোরাট এক বিবৃতিতে দলবিরোধী কার্যকলাপ ও দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে অবিলম্বে তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়ে দেওয়ার পরদিনই এমন প্রতিক্রিয়া দিলেন সঞ্জয়।
গতকাল সাসপেনশনের খবরে প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি বিস্ময়ের সুরে বলেন, কী এমন ‘দলবিরোধী কাজকর্ম’ করেছেন যে কংগ্রেসকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হল! সঞ্জয়ের বিরুদ্ধে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব অবশ্য খুশি নয় কিছুদিন ধরেই। দলের সমালোচনা করে সংবাদপত্রে নিবন্ধ লেখায় গত মাসে তাঁকে এআইসিসি মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয়। বিদ্রোহী সচিন পায়লটের তোলা ইস্যুগুলি যেভাবে কংগ্রেস মোকাবিলা করেছে, তারও সমালোচনা করে নেতৃত্বের বিরাগভাজন হয়েছেন তিনি। প্রসঙ্গত, সচিনকে মঙ্গলবারই রাজস্থানের উপমুখ্যমন্ত্রী ও দলের রাজ্য শাখার সভাপতি পদ থেকে অপসারিত করেছে কংগ্রেস।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
আইপিএল
জেলার
Advertisement