এক্সপ্লোর
Advertisement
সোমনাথ মন্দিরে ১০০ কেজি সোনা দান ভক্তের!
নয়াদিল্লি ও আমদাবাদ: এ যেন সোনার খনি! গুজরাতের সোমনাথ মন্দিরে এক দাতা গত তিন বছরে ১০০ কেজি সোনা দান করেছেন। দেশের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরের গর্ভগৃহ সোনা দিয়ে মোড়ার কাজ অক্ষয় তৃতীয়ার দিনই শেষ হয়েছে।
এর পাশাপাশি দান হিসেবে প্রাপ্ত আরও ৪০ কেজি সোনা দিয়ে মন্দিরের ভেতরও সোনা দিয়ে মোড়া হয়েছে।
প্রাচীনকালে সোমনাথ মন্দির সোনার ছিল বলে দাবি করা হয়। কিন্তু বেশ কয়েকবার বহিরাগত আক্রমণকারীরা মন্দিরে লুঠপাট চালায়। ফলে এখন যে মন্দির দেখা যায়, তা পাথরের।
জানা গেছে, গত তিন বছর আগে মুম্বইয়ের এক দাতা ১০০ কেজি সোনা দান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত দুই বছরে তিনি ৬০ কেজি সোনা দান করেন। ওই সোনা দিয়ে মন্দিরের ত্রিশূল, ডমরু, ধ্বজাদণ্ড ও শিখর সোনা দিয়ে মোড়া হয়েছে। সম্প্রতি ওই দাতা দিলীপভাই লখি বাকি ৪০ কেজি সোনা দান করে তাঁর প্রতিশ্রুতি পূর্ণ করেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
খবর
ব্যবসা-বাণিজ্যের
খেলার
Advertisement