এক্সপ্লোর
Advertisement
অপারেশন সঙ্কটমোচন: দক্ষিণ সুদান থেকে দেশে ফিরলেন ১৫৬ ভারতীয়
তিরুঅনন্তপুরম ও নয়াদিল্লি: যুদ্ধ-বিধ্বস্ত দক্ষিণ সুদান থেকে প্রথম দফায় দেশে ফিরলেন ১৫৬ জন ভারতীয়।
এদিন বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়েছে। জানা গিয়েছে, ফেরত আসা ভারতীয়দের তালিকায় তিন শিশু ও ৯ জন মহিলা রয়েছেন। বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি কে সিংহ এদিন জানান, দক্ষিণ সুদানের রাজধানী জুবা থেকে বায়ুসেনার একটি সি-১৭ বিমানে করে ফেরত আসেন ওই ভারতীয়রা।
সিংহ জানান, প্রথমে জুবা থেকে বিমান তিরুঅনন্তপুরমে যায়। সেখানে কেরল ও তামিলনাড়ুর বাসিন্দারা নামেন। এরপর বিমানটি এদিন সকালে নয়াদিল্লি পৌঁছয়। বিমানে ভারতীয়দের সঙ্গে ২ জন নেপালিও ছিলেন বলে জানা গিয়েছে। ভারতীয়রা ফেরত আসার খবরটি ট্যুইট করে জানান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি বলেন, সংঘর্ষ-বিধ্বস্ত দক্ষিণ সুদান থেকে নিপারদে ফিরে আসায় আমি আমার ভাই-বোনেদের স্বাগত জানাচ্ছি।
এই প্রয়োজনের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি ভারতীয় বায়ুসেনার ধন্যবাদজ্ঞাপন করেন। তিনি বলেন, এই অভিযান সম্পন্ন করার জন্য ভারতীয় বায়ুসেনা ও তার সাহসী অফিসারদের কৃতজ্ঞতা প্রাপ্য। পাশাপাশি, দক্ষিণ সুদানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মীদেরও ভূয়সী প্রশংসা করেন সুষমা। জানা গিয়েছে, রাজধানী জুবাতে প্রায় ৫৫০ ভারতীয় আটক রয়েছে। এছাড়া দক্ষিণ সুদানের অন্যান্য অংশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় ১৫০ জন ভারতীয় বাস করে। এঁদের মধ্যেই প্রথম দফায় ১৫৬ জনকে উদ্ধার করা হয়েছে।
এদিন তিরুঅনন্তপুরম থেকে ভি কে সিংহ জানান, প্রথম দিকে এই উদ্ধারকার্য বাঁধার সম্মুখীন হয়। কারণ, বহু ভারতীয় প্রথমে ফেরত আসার জন্য বিদেশমন্ত্রকের সঙ্গে নিজেদের নাম নথিভুক্ত করেও বিভিন্ন কারণে পরে পিছিয়ে যান। সেই সংখ্যাটা প্রায় ৩০০। মন্ত্রী জানান, দক্ষিণ সুদানে বসবাসকারী ভারতীয়দের যাতে নিরাপদে বের করা যায়, তার জন্য এই অভিযানের আগে সেদেশের উপ-রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করেন তিনি।
এদিকে, ১৫৬ জন ভারতীয়কে নিয়ে দক্ষিণ সুদান থেকে বিমান এদেশে পৌঁছনোর পর ‘অপারেশন সঙ্কটমোচন’-এর সাফল্যের জন্য বিদেশমন্ত্রক, প্রতিরক্ষামন্ত্রক, ভারতীয় বায়ুসেনা, এয়ার ইন্ডিয়া এবং ভারতীয় রেল-এর প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে গোটা অভিযানে তদারকি করার জন্য বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এবং প্রতিমন্ত্রী ভি কে সিংহকেও ধন্যবাদ জানান তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement