এক্সপ্লোর
Advertisement
নাশকতা হামলা ও সীমান্তে গুলি বিনিময়ের ফলে জম্মু ও কাশ্মীরে মৃত ১৯০
শ্রীনগর: নাশকতা-সম্পর্কিত হিংসায় জম্মু ও কাশ্মীরে গত এক বছরে ১৯০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৭ জন নিরাপত্তারক্ষী এবং ১০৮ জন জঙ্গি। এছাড়া ৮০০ জনকে গ্রেফতার করা হয়েছে।
সম্প্রতি কাশ্মীর বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে এই তথ্য পেশ করেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রকের পদও নিজের কাছেই রেখেছেন মেহবুবা। তিনি জানান, ২০১৫ সালের ১৫ জানুয়ারি থেকে চলতি বছরের ১৫ জানুয়ারির মধ্যে ১৪৬টি নাশকতা-মূলক হামলা হয়েছে। এর ফলে ১০৮ জঙ্গি, ৩৯ নিরাপত্তাকর্মী এবং ২২ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। পাশাপাশি, এই সময়ে নিয়ন্ত্রণরেখায় মোট ১৮১টি গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে যাতে ৮ জন নিরাপত্তাকর্মী সহ ২২ জনের মৃত্যু হয় আর ১৩ জন নিরাপত্তাকর্মী সহ ৭৫ জন আহত হয়েছে।
মেহবুবা জানান, দক্ষিণ কাশ্মীরের চার জেলা অনন্তনাগ, পুলওয়ামা, কুলগাম এবং শোপিয়ানে সর্বাধিক (৬১) নাশকতা হামলার ঘটনা ঘটেছে। এতে ১২ জন নিরাপত্তাকর্মী প্রাণ হারান। খতম হয়েছে ৩৪ জঙ্গি। অন্যদিকে, পাক-অধিকৃত কাশ্মীরের সঙ্গে সীমান্ত লাগোয়া উত্তর কাশ্মীরের তন জেলা কুপওয়ারা, বারামুলা এবং বান্দিপোরা— সেখানে মৃত্যুর সংখ্যা দক্ষিণের চেয়ে দ্বিগুণ। মেহবুবা জানান, ৫৭টি নাশকতামূলক ঘটনায় মোট ৯২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২১ জন নিরাপত্তাকর্মী রয়েছেন এবং ৬০ জন জঙ্গি রয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement