এক্সপ্লোর
৪৯ লক্ষ টাকার বাতিল নোট সহ গ্রেফতার ৪

গাজিয়াবাদ: উত্তরপ্রদেশের গাজিয়াবাদের রাজেন্দ্র নগরে বাতিল হয়ে যাওয়া ৫০০ ও ১০০০ টাকার নোটে ৪৯ লক্ষ টাকা সহ গ্রেফতার করা হল ৪ জনকে। একটি গাড়িও আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তিরা দালাল মারফত পুরনো নোট বদল করার ছক করেছিল। তারা যখন সংশ্লিষ্ট দালালের জন্য অপেক্ষা করছিল, সেই সময় তাদের গ্রেফতার করা হয়। অনাবাসী ভারতীয়রা এই চক্রের সঙ্গে যুক্ত। সবাইকে গ্রেফতার করার চেষ্টা চলছে। সিনিয়র পুলিশ সুপার দীপক কুমার বলেছেন, ধৃতদের মধ্যে অঙ্কুর নামে একজন থাকে দিল্লির পঞ্জাবি বাগে, সঞ্জয় গাজিয়াবাদের সূর্যনগরের বাসিন্দা এবং দিলশাদ ও সেলিম খান পূর্ব দিল্লির সীমাপুরি অঞ্চলের বাসিন্দা। রাম মনোহর লোহিয়া পার্ক থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















