এক্সপ্লোর
Advertisement
রাজধানীতে ফের আক্রান্ত ৬ আফ্রিকার নাগরিক, পুলিশ প্রধানের সঙ্গে কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
নয়াদিল্লি: কঙ্গোর এক বাসিন্দাকে পিটিয়ে মারা নিয়ে এখনও অস্বস্তিতে কেন্দ্র। এরই মধ্যে সেই দিল্লিতেই আক্রান্ত আরও ৬ আফ্রিকান নাগরিক। বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিল্লির মেহরৌলি এলাকায় তিনটি আলাদা ঘটনায় আহত হন এই ছ’জন। এঁদের মধ্যে দু’জনকে মারা হয় ক্রিকেট ব্যাট দিয়ে। পুলিশ যদিও বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা বলেই দাবি করেছে, তাদের মতে, এর সঙ্গে বর্ণবিদ্বেষের কোনও সম্পর্ক নেই। ঘটনায় যুক্ত সন্দেহে ৫জনকে গ্রেফতার করেছে তারা।
দিল্লির মেহরৌলি এলাকায় ৩০০-র মত আফ্রিকান নাগরিকের বাস। অভিযোগকারী ছ’জনও থাকেন সেখানেই। এঁদের মধ্যে দু’জন মহিলা- একজন এসেছেন উগান্ডা থেকে, অন্যজন দক্ষিণ আফ্রিকা থেকে। বাকিদের মধ্যে অন্তত দু’জন নাইজিরিয়ার নাগরিক। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে জোরে বাজনা বাজানো নিয়ে স্থানীয়দের সঙ্গে ওই আফ্রিকানদের বচলা হয়। তারপরেই দুটি হামলা ঘটে। আগে থেকে ছক কষে কিছু ঘটেনি বলে দাবি করেছে তারা। এ ব্যাপারে পুলিশে তিনটি অভিযোগ দায়ের করা হয়েছে।
বিষয়টির নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জানিয়েছেন, এ ব্যাপারে দিল্লির পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন তিনি। আফ্রিকান নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজও কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নাজিব জঙ্গের সঙ্গে। অপরাধীদের শিগগিরই গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
বারবার এমন হামলার বিরোধিতায় আফ্রিকান ছাত্রছাত্রীরা মঙ্গলবার দিল্লিতে একটি প্রতিবাদ মিছিল বার করার পরিকল্পনা করেছেন। তাঁদের সঙ্গে কথা বলার জন্য সুষমা স্বরাজ নির্দেশ দিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী জেনারেল ভি কে সিংহ ও সচিব অমর সিংহকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement