এক্সপ্লোর
Advertisement
মুসলিমদের মধ্যে ছড়িয়ে যাচ্ছে নিরাপত্তাহীনতার অনুভূতি, দাবি করলেন বিদায়ী উপরাষ্ট্রপতি হামিদ আনসারি
নয়াদিল্লি: মুসলিমদের একটা অস্বস্তি কাজ করছে আজকাল, তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। উপ রাষ্ট্রপতি পদ থেকে বিদায় নেওয়ার আগে শেষ সাক্ষাৎকারে এই দাবি করলেন হামিদ আনসারি।
আনসারি বলেছেন, দেশের মধ্যে অসহনশীলতা ও নজরদারির পরিবেশ তৈরি করা হয়েছে। ফলে নিরাপত্তাহীনতার শিকার হয়েছে মুসলিম সম্প্রদায়। এই অসহনশীলতার ব্যাপারে বহুজনের সঙ্গে কথা বলেছেন বলে তিনি জানিয়েছেন।
বিদায়ী উপ রাষ্ট্রপতির মতে, গণধোলাইয়ে মৃত্যুর ঘটনা, নজরদারি, গো হত্যায় নিষেধাজ্ঞা ও ঘর ওয়াপসি প্রচার এই অসহনশীলতার কারণ। এর ফলে ভারতীয় মূল্যবোধ টুকরো টুকরো হয়ে যাচ্ছে, প্রশাসনেরও আর ক্ষমতা নেই আইনের শাসন জারি করার। বিশেষ করে যেভাবে যে কোনও নাগরিকের ভারতীয়ত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তা অত্যন্ত অস্বস্তিকর বলে আনসারি মন্তব্য করেছেন।
কেন তাঁর মনে হচ্ছে, ভারতীয় মূল্যবোধ আচমকা ভেঙে পড়ছে। আনসারির জবাব, কারণ শতাব্দীর পর শতাব্দী ধরে বহু মতকে সম্মান করা সমাজে বাস করে এসেছি আমরা, শুধু গত ৭০ বছর ধরে নয়। সমাজে এতদিন একটা গ্রহণযোগ্যতার পরিবেশ ছিল, যা এখন সঙ্কটের মুখে পড়েছে।
যেভাবে বারবার কথায় কথায় নিজের জাতীয়তাবোধ প্রমাণ করার ডাক দেওয়া হচ্ছে তা সম্পূর্ণ অযৌক্তিক বলে আনসারির ধারণা। তাঁর কথায়, তিনি একজন ভারতীয় আর এই প্রমাণই যথেষ্ট।
বিদায়ী উপরাষ্ট্রপতির দাবি, তিনি একা নন, আরও বহু মানুষ ভাবছেন তাঁর মত করে। এ ব্যাপারে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও। কিন্তু একজন উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কথা প্রকাশ্যে আলোচনার বিষয়বস্তু নয় বলে জানিয়ে দিয়েছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
জেলার
Advertisement