এক্সপ্লোর
জয়ললিতার বিরুদ্ধে বিধানসভা নির্বাচনে প্রার্থী রূপান্তরকামী

চেন্নাই: জয়ললিতার বিরুদ্ধে আর.কে নগর কেন্দ্র থেকে প্রার্থী হতে চলেছেন এক ৩৩ বছর বয়সি রূপান্তরকামী। জি দেবী নামে সেই রূপান্তরকামী তামিজার কাটচি (এনটিকে) দলের প্রার্থী হচ্ছেন। এই দল প্রথমবারের জন্যে নির্বাচনী যুদ্ধ লড়ছেন এবং জে দেবীও। একজন তৎপর সমাজকর্মী হিসেবে পরিচিত জি দেবী বলেন, তিনি মানুষ হিসেবে জয়ললিতাকে শ্রদ্ধা করেন। তাঁর আত্মবিশ্বাস, জীবনের সমস্ত সমস্যাকে তিনি যেভাবে সমাধান করেছেন, সেটা নিঃসন্দেহে শিক্ষনীয়। কিন্তু নিজের কেন্দ্রের বিধায়ক হিসেবে তিনি একেবারেই অসফল, দাবি জি দেবীর। তাঁর দাবি, শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটি ক্ষেত্রের উন্নয়ন একেবারেই হয়নি। আগামী ১৬ মে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। এইমুহূর্তে তামিলনাড়ু বিধানসভায় জয়ললিতার এআইএডিএমকে-র সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। কিন্তু তাঁর বিশ্বাস তাঁ দল এই নির্বাচনে বদল আনতে পারবেন। এবার প্রথমবারের জন্যে নির্বাচনী লড়াই লড়লেও, জি দেবী রাজনীতিতে নতুন নয়। এবং এবারের যুদ্ধে তাঁর তরুপের তাস হতে চলেছে শিক্ষা ও স্বাস্থ্য। কারণ আর.কে নগর কেন্দ্রে এই দুটি ক্ষেত্রই ভীষণভাবে উপেক্ষিত। ক্লাস টুয়েলভ অবধি পড়াশোনা জি দেবীর। তাঁর দাবি, তিনি কোনও দিনই সন্তানের মা হতে পারবেন না জানেন, তাই রাজনীতির মাধ্যমে বৃহত্তর জনসাধারণের স্বার্থে কাজ করে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















