দেরি করে অফিসে আসা রুখতে রেলে বসছে আধার-নির্ভর বায়োমেট্রিক সিস্টেম
নয়াদিল্লি: দেরি করে হাজিরার দিন শেষ হচ্ছে রেলে। কারণ, এবার, আধার-নির্ভর বায়োমেট্রিক অ্যাটেনডেন্স সিস্টেম বসানোর সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। আগামী ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি জোন ও ডিভিশনে এই নতুন হাজিরা পদ্ধতি কার্যকর হবে।
গত ৩ নভেম্বর এই মর্মে একটি নির্দেশিকা প্রত্যেক জোনে জারি করেছে রেল বোর্ড। সেই অনুযায়ী, বায়োমেট্রিক অ্যাটেনডেন্স সিস্টেম প্রথম পর্যায়ে আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রত্যেক ডিভিশন ও জোনের দফতর, কলকাতা মেট্রো, রেল ওয়ার্কশপ, কারখানা ও প্রোডাকশন ইউনিটে চালু হবে। দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রায়ত্ত এবং অধীনস্থ বিভাগ সহ রেলের সকল দফতরে আগামী ৩১ জানুয়ারির মধ্যে এই সিস্টেম বসে যাবে।
রেলের এক শীর্ষস্থানীয় আধিকারিক জানান, লক্ষ্য হল অফিসারদের দফতরে দেরি করে বা না আসার প্রবণতা রোখা। তিনি বলেন, একবার দেশের সবকটি রেল জোন ও ডিভিশনে কার্যকর হলে, হাজিরা-সংক্রান্ত সমস্যার সমাধান করা সম্ভব হবে। এর জন্য বায়োমেট্রিক মেশিনের সঙ্গে সিসিটিভি বসানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বর্তমানে রেল বোর্ড এবং কয়েকটি জোনাল সদরে এই সিস্টেম বসানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, নতুন সিস্টেম এমনভাবে কার্যকর করতে হবে যাতে ডিভিশনাল রেল ম্যানেজারের দফতর থেকে তার ওপর নজর রাখা যায়।