এক্সপ্লোর
Advertisement
ধর্ষণে স্বামীকে মদত? এবার গ্রেফতার ভোজপুরী অভিনেতা মনোজ পাণ্ডের স্ত্রী
মুম্বই: দুদিন আগেই বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে এক গায়িকা-অভিনেত্রীকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ভোজপুরী অভিনেতা মনোজ পাণ্ডেকে। এবার স্বামীকে ধর্ষণে মদত দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল অভিনেতার স্ত্রীকেও।
অভিনেতার কুড়ি বছর বয়সি স্ত্রীকে গতকাল তাঁদের কান্দিভালির বাড়ি থেকেই গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দম্পতি তরুণীর থেকে ১০.৮০ লক্ষ টাকাও নিয়েছিলেন। এছাড়া গত ১৫ সেপ্টেম্বর মেয়েটি পুলিশের দ্বারস্থ হওয়ার পর, তাঁকে ফোন করে হুমকি পর্যন্ত দেন অভিনেতা পাণ্ডের স্ত্রী। ২১ সেপ্টেম্বর রাতে কল্যান থেকে শ্যুটিং চলাকালে মনোজ পাণ্ডেকে গ্রেফতার করা হয়। ধর্ষিতা মহিলা পুলিশে গিয়ে জানান, তিনি অভিনেতার সঙ্গে লিভ-ইন করতেন। এমনকি ২০১৫ সালে যখন তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন, তখন তাঁকে গর্ভপাত করাতে পর্যন্ত বাধ্য করেন মনোজ। মহিলা তাঁর অভিযোগে জানিয়েছিলেন, ২০১২ সালে এক পার্টিতে তাঁদের আলাপ। সেখানেই তাঁকে ছবিতে অভিনয়ের সুযোগ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন অভিযুক্ত অভিনেতা। এরপরই কান্দিভালিতে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করে তাঁরা একসঙ্গে থাকতে শুরু করেন। বাড়ি ভাড়ার খরচ তিনিই দিতেন।
দুই অভিযুক্তের বিরুদ্ধেই ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৪০৬, ৩১৭ এবং ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement