ধর্ষণে অভিযুক্ত মন্ত্রীর হয়ে প্রচারে অখিলেশ
অমেঠি: ধর্ষণে অভিযুক্ত মন্ত্রীর হয়ে প্রচার করে বিতর্কে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।
সোমবার, অমেঠিতে নির্বাচনী প্রচার চালান সমাজবাদী পার্টির সভাপতি। এই আসনে দলের পদপ্রার্থী রাজ্যের মন্ত্রী গায়ত্রীপ্রসাদ প্রজাপতি, যাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে।
যদিও, অভিযুক্ত মন্ত্রীর সঙ্গে মঞ্চ ভাগ করেননি অখিলেশ। দলীয় সূত্রের মতে, প্রজাপতির সঙ্গে এক মঞ্চে থাকতে আপত্তি ছিল অখিলেশের। সেই কথা তিনি সভার আয়োজকদের জানিয়েও দিয়েছিলেন।
দলের সভাপতির ইচ্ছেমতো, এদিন অখিলেশ ওঠার আগেই, মঞ্চত্যাগ করেন এই অভিযুক্ত নেতা। এমনকী, গোটা বক্তব্যে একবারও প্রজাপতির নাম উচ্চারণ করেননি তিনি।
সম্প্রতি, সুপ্রিম কোর্টের নির্দেশে এই মন্ত্রীর বিরুদ্ধে দুটি পৃথক ধর্ষণের মামলা দায়ের করা হয়। প্রজাপতির বিরুদ্ধে একটি গণধর্ষণ, এবং পৃথক এক মহিলা ও তাঁর কিশোরী মেয়েকে ধর্ষণের চেষ্টার মামলা দায়ের হয়েছে।
প্রজাপতিকে হাতিয়ার করে ফের সপা-কংগ্রেসকে বিঁধেছে বিজেপি। গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কটাক্ষ করে বলেন, এক মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে।