এক্সপ্লোর
Advertisement
মাইনে দিতে না পারায় বাড়ি পাঠাল স্কুল, পথে ধর্ষণ করে খুন নাবালিকাকে
বিশালপুর: উত্তরপ্রদেশের বিশালপুরে অর্ধনগ্ন অবস্থায় দলিত নাবালিকা মেয়ের দেহ উদ্ধার। পুলিশ জানিয়েছে, বছর আটেকের মেয়েটি তৃতীয় শ্রেণির ছাত্রী। স্কুলের মাইনে দিতে না পারায় শিক্ষক তাকে বাড়ি পাঠিয়ে দেন। তারপর থেকেই খোঁজ মিলছিল না মেয়েটির। আজ অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয় তার মৃতদেহ। খুনের আগে ধর্ষণ করা হয়েছে বলে অনুমান পুলিশের।
থানায় অভিযোগ দায়ের করেছে মেয়েটির পরিবার। বেসরকারি ওই স্কুলের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। জানা গিয়েছে, দুমাসের স্কুলের মাইনে দিতে না পারায় শুধু ওই নাবালিকাকেই নয়, তার পাঁচ বছরের বোনকেও স্কুল থেকে বের করে দেয় শিক্ষকরা। সে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। দুটি মেয়েই বাড়ি ফেরে। সেই সময় বাড়িতে ছিল না তাদের বাবা। মেয়েটির মা আবার বড় মেয়েকে স্কুলে পাঠান এ কথা বলতে, যে, এ ব্যাপারে তার বাবা স্কুল কর্তৃপক্ষর সঙ্গে কথা বলবেন। কিন্তু সেই যে বেরোয়, তারপর আর বাড়ি ফেরে না তৃতীয় শ্রেণির পড়ুয়া। সন্ধ্যে অবধি মেয়ের খোঁজ করার পর, না পেয়ে পুলিশে খবর দেন তাঁরা।
পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছে মেয়েটির পরিবার। তাঁরা জানিয়েছেন, সন্ধ্যেবেলা বিশালপুর থানায় গেলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। বলে, পরদিন সকালে মেয়েটি র ছবি নিয়ে থানায় যেতে। পরদিন সকালে স্কুলের কাছে এক আখের ক্ষেতে অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় মেয়েটির দেহ। গলায়, ঘাড়ে আঘাতের চিহ্ন। পুলিশের প্রাথমিক অনুমান তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement