এক্সপ্লোর
যে অস্ত্রশস্ত্র পাওয়া যাবে সেটা দিয়েই লড়াই করতে তৈরি জওয়ানরা, মন্তব্য সেনাপ্রধানের

নয়াদিল্লি: সংসদীয় কমিটির রিপোর্টে সেনাবাহিনীর আর্থিক সমস্যার ফলে আধুনিকীকরণ এবং নতুন অস্ত্রশস্ত্র কেনার ক্ষেত্রে বাধার কথা বলা হলেও, সেনাপ্রধান জেনারেল বিপীন রাওয়াত জানালেন, অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করার প্রক্রিয়া চলছে। হাতে যে অস্ত্র আছে, সেগুলি রাতারাতি অকেজো হয়ে যাচ্ছে না। যে অস্ত্র পাওয়া যাবে, সেটা নিয়েই লড়াই করতে তৈরি ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। সেভাবেই তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়। কয়েকদিন আগেই বাজেট প্রসঙ্গে সেনাপ্রধান বলেছিলেন, ‘সেনাবাহিনীর জন্য যা খরচ করা হয়, সেটা কি সবটাই সামরিকবাহিনীর রক্ষণাবেক্ষণের জন্য? এটা অতিকথা। আমি এ বিষয়ে ভুল ধারণা দূর করতে চাই। সেনা বাজেটের ৩৫ শতাংশ দেশ গড়ার কাজে ব্যবহৃত হয়। আমরা যখন সীমান্ত অঞ্চলে পরিকাঠামো তৈরি করি, তখন প্রান্তিক মানুষের সঙ্গে মূলস্রোতের যোগাযোগ তৈরি হয়।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















