এক্সপ্লোর
পাকিস্তানের যুদ্ধবিরতির লঙ্ঘনের মুখের মত জবাব দিচ্ছে সেনা: পর্রীকর

নয়াদিল্লি: রবিবারই নিয়ন্ত্রণরেখার ওপার থেকে পাকিস্তানের গুলিবৃষ্টিতে শহিদ হয়েছেন এক জওয়ান। সোমবার প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর জানিয়ে দিলেন, পাকিস্তান যতই যুদ্ধবিরতি লঙ্ঘন করুক, ভারতীয় সেনা প্রতিবারই তাদের মুখের মত জবাব দিচ্ছে।
পর্রীকর বলেছেন, গত ৫৬ বছরে কয়েকশোবার লঙ্ঘন হয়েছে যুদ্ধবিরতি। সংখ্যাতেই তা পরিষ্কার। একমাত্র তফাত হল, এখন যখন পাকিস্তান সেটা করছে, ওদের উপযুক্ত শিক্ষা দিচ্ছি আমরা।
ব্রিকস ও বিমস্টেকের মত আন্তর্জাতিক সমাবেশ চলাকালীনও নিয়ন্ত্রণরেখায় বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। কাশ্মীরের রাজৌরির তারকুন্ডি এলাকায় তাদের হামলায় সুদীশ কুমার নামে এক জওয়ান শহিদ হয়েছেন। রবিবার ভোরেও রাজৌরির নওশেরা এলাকা লক্ষ্য করে অকারণে গুলিবৃষ্টি শুরু করে পাক সেনা।
সেনা জানিয়েছে, সার্জিক্যাল স্ট্রাইকের পর নিয়ন্ত্রণরেখা বরাবর ২৫বারেরও বেশি পাকিস্তান যুদ্ভবিরতি লঙ্ঘন করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
Advertisement
