এক্সপ্লোর
Advertisement
আমেরিকার বিমানবন্দরে গ্রেফতার ভারতীয়, দূতাবাসের কাছে রিপোর্ট তলব সুষমার
নয়াদিল্লি: মার্কিন বিমানবন্দরে এক ভারতীয়কে গ্রেফতারের ঘটনা সম্পর্কে সে দেশে নিযুক্ত দূতাবাসের কাছে রিপোর্ট তলব করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। গত শনিবার ৫৩ বছরের ভারতীয় ব্যবসায়ী পারামান রাধাকৃষ্ণনকে হেফাজতে নেয় গ্র্যান্ড ফর্কস পুলিশ।
এই ঘটনায় স্বরাজের সাহায্য প্রার্থনা করেন রাধাকৃষ্ণনের পরিবার। এই ট্যুইটের জবাবে স্বরাজ গতকাল লিখেছেন, তিনি এ ব্যাপারে আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত নভতেজ সরনার কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন।
I have asked for a report from Indian Ambassador in U.S. @IndianEmbassyUS. https://t.co/9Xv09int4S
— Sushma Swaraj (@SushmaSwaraj) January 30, 2017
পুলিশ সূত্রে খবর, গ্র্যান্ড ফর্কস থেকে মিনেপোলিসের সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার জন্য বিমান ধরতে এসেছিলেন রাধাকৃষ্ণন। সেই সময় বোমাতঙ্ক ছড়ানোর বিমানবন্দর খালি করে দেওয়া হয়। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এক যাত্রী টিকিট ট্রাভেল এজেন্টকে রাধাকৃষ্ণনের ব্যাগে বোমা রয়েছে বলে জানান। এরপরই ভদোদরার বাসিন্দা রাধাকৃষ্ণনকে আটক করে পুলিশ।
রাধাকৃষ্ণনের ব্যাগে কোনও বোমা বা অন্য কিছু বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি। কিছুক্ষণ পরেই বিমানবন্দরের স্বাভাবিক কাজকর্ম শুরু করা হয়।
রাধাকৃষ্ণনের স্ত্রী স্বরাজ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একাধিক ট্যুইটের মাধ্যমে সাহায্য প্রার্থনা করেন। তিনি বলেন, তাঁর স্বামী বিদ্যুত্ সংরক্ষণ নিয়ে কাজ করেন এবং তাঁকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে।
কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর রাজনৈতিক সচিব আহমেদ পটেলও রাধাকৃষ্ণনের মুক্তির জন্য বিদেশমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি জানান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
বিনোদনের
হুগলি
জেলার
Advertisement