এক্সপ্লোর
Advertisement
পানামা পেপার্স থেকে বিএমসি-র নোটিশ: ব্লগে অভিমানী অমিতাভ
মুম্বই: একটা সময় বফর্স কেলেঙ্কারিতে নাম উঠে এসেছিল বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের। কিছুদিন আগে বিদেশে অবৈধ আর্থিক লগ্নি নিয়ে ফাঁস হওয়া পানামা পেপার্সেও নাম ছিল অমিতাভের। এবার প্যারাডাইস পেপার নামে নতুন নথি সামনে এসেছে বলে দাবি। তাতে বলা হয়েছে, গোটা বিশ্বের অসংখ্য ধনী ব্যক্তি কর ফাঁকি দিতে বিদেশে গোপনে সম্পত্তি কিনেছেন। তাঁদের মধ্যেও নাম রয়েছে অমিতাভের। হালে মুম্বইয়ে বাংলোর অবৈধ নির্মাণেরও অভিযোগ উঠেছে বলিউড তারকার বিরুদ্ধে। এই সব অভিযোগ নিয়ে অভিনেতার নিজের ব্লগে উঠে এসেছে তাঁর অভিমান ও মর্মবেদনার কথা। তিনি লিখেছেন, ‘সিস্টেমে’র সঙ্গে তিনি সর্বদাই সহযোগিতা করে এসেছেন। কিন্তু জীবনের এই পড়ন্ত বেলায় তিনি একটু একলা থাকতে চান তিনি।
গতকাল লেখা নিজের ব্লগে অমিতাভ লিখেছেন, ‘আগামীদিনে এ ধরনের আরও অভিযোগ আসবে এবং সহযোগিতার প্রক্রিয়া অব্যাহত থাকবে..’।
অমিতাভ তাঁর ব্লগ শুরু করেছিলেন বাংলোর অবৈধ নির্মাণের অভিযোগ নিয়ে বিএমসি-র নোটিশ সম্পর্কে জবাব দিতে।
তিনি লেখেন, ‘এই বয়সে এবং জীবনের এই সময়ে আমি শুধু শান্তি চাই, খ্যাতির বিড়ম্বনা থেকে মুক্তি চাই..জীবনের বাকি কয়েকটি বছর আমাকে আমার মতো থাকতে দিন...আমি গুণগান চাইনা...ওগুলো আমি ঘৃণা করি..আমি শিরোণাম হতে চাই না, আমি তার যোগ্য নই.. স্বীকৃতি চাই না..আমি তার উপযুক্ত নই’।
বিএমসি-র কাছ থেকে কোনও নোটিশ তিনি পাননি জানিয়ে অমিতাভ বলেছেন, সংবাদমাধ্যমের রিপোর্টে বিশ্বাস করে তাঁর আইনজীবী এ ব্যাপারে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছেন।
অমিতাভ পানামা পেপার্সে তাঁর নাম থাকা নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন অমিতাভ। তিনি লিখেছেন, সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে এ ব্যাপারে তাঁর পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে। অভিযোগ অস্বীকার করে তাঁর নামের অপব্যবহার করা হচ্ছে বলে জানানোর পরও ফের প্রশ্ন তোলা হচ্ছে।
তিনি জানিয়েছেন, আয়কর ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে তলব করেছে। ব্যক্তিগতভাবে তিনি হাজিরাও দিয়েছেন। প্রশ্নের যথাযথ জবাবও দিয়েছেন।
দায়িত্বপরায়ণ নাগরিক হিসেবে তিনি সব ধরনের সহযোগিতা করেছেন বলেও জানিয়েছেন অমিতাভ।
অমিতাভ এই প্রসঙ্গে বোফর্স কেলেঙ্কারিতে তাঁর ও তাঁর পরিবারের নাম জড়িয়ে যাওয়ার প্রসঙ্গও উল্লেখ করেছেন। এতে বেশ কয়েক বছর হয়রানির শিকার হতে হয়। কেলেঙ্কারি থেকে তাঁদের নাম বাদ পড়তে গেলে যায় দীর্ঘ ২৫ বছর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
বিনোদনের
প্রযুক্তি
জেলার
Advertisement