বাড়ল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম, কমল বিমানের জ্বালানি
নয়াদিল্লি: একদিকে মধ্যবিত্তের হেঁসেলে কোপ মেরে বাড়ল ভর্তুকিযুক্ত এলপিজি-র দাম। অন্যদিকে কমে গেল বিমানের জ্বালানির মূল্য।
এতদিন ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের সিলিন্ডার-প্রতি দাম ছিল প্রায় ৪৩০.৬৪ টাকা। এবার তা ২.০৭ টাকা বেড়ে হল ৪৩২.৭১ টাকা। এই নিয়ে গত ৬ মাসে সাতবার দাম বাড়ল রান্নার গ্যাসের।
গত জুলাই মাসে কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছিল ভর্তুকির বোঝা কমাতে প্রতিমাসে রান্নার গ্যাসের মূল্য সিলিন্ডার-প্রতি ২ টাকা করে বাড়ানো হবে। এর আগে গত ১ নভেম্বর ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম ২.০৫ টাকা বাড়ানো হয়েছিল। একইভাবে ১ অক্টোবরও একই হারে দাম বৃদ্ধি হয়েছিল। এদিকে, ভর্তুকি ছাড়া রান্নার গ্যাসের দাম সিলিন্ডার-প্রতি ৫৪.৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৪ টাকা।
নভেম্বর মাসের গোড়ায় কেন্দ্র সিদ্ধান্ত নেয় রান্নার গ্যাস ও কেরোসিনের ওপর ভর্তুকি কমাতে ‘ডিজেল-পথ’ অনুসরণ করা হবে। প্রসঙ্গত, গত ২০১৪ সালের নভেম্বরে ডিজেলকে বিনিয়ন্ত্রণ করেছিল কেন্দ্র। তার আগে পূর্বতন ইউপিএ সরকার, প্রতিমাসে ডিজেলের মূল্য প্রতিমাসে ৫০ পয়সা করে বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছিল।
ঠিক একই কারণে, ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আবার কেরোসিনের ক্ষেত্রে গত জুলাই মাসে কেন্দ্র সিদ্ধান্ত নেয় ১০ মাস ধরে প্রতি ১৫ দিন অন্তর লিটার ২৫ পয়সা করে দাম বাড়ানো হবে। এদিন রান্নার গ্যাসের সঙ্গে সঙ্গে কেরোসিনের দামও লিটারে বেড়েছে ২৫ পয়সা।
অন্যদিকে দাম কমেছে বিমানের জ্বালানির, যা এয়ার টার্বাইন ফুয়েল (এটিএফ) নামে পরিচিত। প্রতি কিলোলিটার এটিএফ-এর দাম ৩.৭ শতাংশ বা ১,৮৮১ টাকা কমে হয়েছে ৪৮,৩৭৯.৬৩ টাকা।