এক্সপ্লোর
Advertisement
ক্ষমতা থাকলে গোমাংস রফতানি বন্ধ করুন, মোদীকে চ্যালেঞ্জ অখিলেশের
লখনউ: বিজেপি সভাপতি অমিত শাহ বলেছিলেন, দল যদি উত্তরপ্রদেশে ক্ষমতায় আসে তবে রাজ্যের সব কসাইখানা বন্ধ করে দেবেন। জবাবে মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের চ্যালেঞ্জ, ক্ষমতা থাকলে বিদেশে মাংস রফতানি বন্ধ করে দেখাক নরেন্দ্র মোদী সরকার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহকে চ্যালেঞ্জ করে অখিলেশের মন্তব্য, দিল্লি ফিরে গিয়ে মাংস রফতানি বন্ধ করে দেখান ওঁরা। কসাইখানাগুলোকে ভর্তুকি সহ যেসব সুযোগসুবিধে দেওয়া হয়, সে সবও এই মুহূর্তে বন্ধ করা হোক।
বিজেপির দীর্ঘদিনের অভিযোগ, এসপি-র প্রশ্রয়ে রাজ্যে গোমাংসের কারবারে বাড়বাড়ন্ত হয়েছে। ২০১৪-র লোকসভা ভোট প্রচারের সময়েও মোদী ইউপিএ-কে কটাক্ষ করে বলেন, তাদের জন্য বিদেশে মাংস রফতানি এভাবে বৃদ্ধি পেয়েছে। কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগ জানাচ্ছে, ২০১৫-১৬ সালে ৩০,১৩৭ কোটি টাকার পশুজাত পণ্য রফতানি হয়েছে দেশ থেকে। তার মধ্যে শুধু মোষের মাংসই রফতানি হয়েছে ২৬,৬৮১.৫৬ কোটি টাকার।
এ নিয়ে অমিত শাহকে কটাক্ষ করে অখিলেশ বলেছেন, চামড়া নিষিদ্ধ করে তাঁর খড়ম পরা উচিত। যে ব্যবসায় লাভ বেশি, তাই তো উন্নতি করবে। কসাইখানা থেকে মাংস যায় কোথায়, তার থেকে মাংস রফতানিই বন্ধ করে দেওয়া হোক না।
পশুজাত পণ্য থেকে ওষুধ তৈরি হয় বলেও দাবি করেছেন অখিলেশ। আর সে সব ওষুধ কোম্পানির বেশিরভাগেরই ঠিকানা মোদী-শাহর রাজ্য গুজরাটে। তাহলে সেই ওষুধ কোম্পানিগুলিও বন্ধের ডাক দিয়েছেন তিনি।
তথ্য বলছে, দেশের মধ্যে উত্তরপ্রদেশেই সর্বাধিক ২৮ শতাংশ মোষের ব্যবসা হয়। এখানে কসাইখানার সংখ্যা দেশে দ্বিতীয়, মহারাষ্ট্রের পরেই।
তবে অখিলেশের দাবি, তাঁর রাজ্যে গোহত্যা হয় না। এ জন্য কঠোর আইন রয়েছে, যদি এমন কাজ কেউ করে, তবে তাকে শাস্তি দেওয়া হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement