এক্সপ্লোর
Advertisement
ফর্সা রং চাই ছেলের, ৫ বছরের শিশুর গায়ে পাথর ঘষে ক্ষত বিক্ষত করলেন মা
ভোপাল: ভারতীয়দের ফর্সা রঙের প্রতি যে গভীর অনুরাগ রয়েছে, তা যে মাঝেমধ্যে কোন পর্যায় যেতে পারে, সেটা বোধহয় ভোপালের এক মায়ের কাণ্ড সামনে না এলে বোঝা যেত না। এমনকি সেই ফর্সা রং পেতে, যে কোনও মূল্য দিতেও পিছ পা হয় না আম ভারতীয়রা।
ধনী মানুষরা মেলানিন কমানোর অস্ত্রোপচার করেন ফর্সা রং পেতে, অনেকে আবার দামি ক্রিম ব্যবহার করেন। কিন্তু সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়েরা এই কাজ বিয়ের আগে করে থাকেন শ্বশুরবাড়িতে কদর পেতে। কিন্তু বাবা-মায়েরা যদি ফর্সা রঙের প্রতি প্রেম থেকে নিজের সন্তান, সে ছেলে বা মেয়ে যাই হোক না কেন, অদ্ভূত কাণ্ড করেন, তাহলে সেটা সত্যিই তাজ্জব করে।
ভোপালে এক মা, তাঁর পাঁচ বছরের ছেলেকে ফর্সা করতে পাথর দিয়ে গা ঘষলেন। প্রসঙ্গত, বাচ্চাটিকে উত্তরাখণ্ডের এক অনাথ আশ্রম থেকে দত্তক নেন ওই মহিলা। কিন্তু দত্তক নেওয়ার পর থেকেই শিশুটির গায়ের রং নিয়ে মনে মনে অখুশি ছিলেন মহিলা। গত কয়েক মাসে দত্তক-পুত্রকে ফর্সা করতে নানা পন্থা অবলম্বন করেছেন ওই মহিলা। এরপর কেউ তাঁকে বলেন, তিনি নিজের গা কালো পাথর দিয়ে ঘষাঘষি করেন। ব্যস, যেমন শোনা, তেমন কাজ। কিন্তু এরফলে শিশুটির হাত, পা, পিঠ, গায়ের বিভিন্ন জায়গায় খত চিহ্ন দেখা যায়।
বাচ্চাটির ওই অবস্থা দেখে পুলিশে অভিযোগ করেন মহিলারই এক আত্মীয়। রবিবার শিশুটিকে এসে উদ্ধার করে নিয়ে যায় চাইল্ড লাইন। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে। মহিলা আবার পেশায় একটি সরকারি স্কুলের শিক্ষক, এবং তাঁর স্বামী একটি বেসরকারি সংস্থায় কন্ট্র্যাকচুয়াল স্টাফ। বাচ্চাটিকে শিশু কল্যান কমিশনের সামনেও পেশ করা হবে বলে জানা গিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
Advertisement